রেড রোডে আজ চমকপ্রদ অনুষ্ঠান

কলকাতা পুলিশ ও সেবা বাহিনীর কুচকাওয়াজ তো থাকছেই। তাছাড়া থাকছে নানা চমক। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : গত দু’বছর করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সাদামাটা ভাবে আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। কলকাতায় রেড রোডে জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য সরকার। কলকাতা পুলিশ ও সেবা বাহিনীর কুচকাওয়াজ তো থাকছেই। তাছাড়া থাকছে নানা চমক। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-শহরে কড়া নজরদারি

এ বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে রেড রোডের বিভিন্ন জায়গা। নিরাপত্তার কারণে রেড রোডকে মোট ১৩টি জোনে ভাগ করা হয়েছে। একেকটি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। সোমবার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২০০ পুলিশ কর্মী। নিরাপত্তার পাশাপাশি স্বাধীনতা দিবসে শহরে নাশকতা রুখতে আগে থেকেই তৎপরতা শুরু করেছে কলকাতা পুলিশ। নিরাপত্তা জোরদার করতে শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসিটিভি। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে শহরের রাস্তায় চালানো হচ্ছে নাকা তল্লাশি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, শিয়ালদহ স্টেশন-সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা, শপিং মল ও মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

Latest article