নয়াদিল্লি : ঝুলে রইল ভারতীয় ফুটবলের ভাগ্য। ফিফার নির্বাসন নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মামলার শুনানি পিছিয়ে গেল সোমবার পর্যন্ত। সেদিনই অর্থাৎ ২২ অগাস্ট হবে শুনানি। ভারতীয় ফুটবল ফেডারেশনকে ফিফা নির্বাসনে পাঠানোর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্টের (AIFF- Supreme Court) দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল তারা। কিন্তু কেন্দ্রের বক্তব্যে সন্তুষ্ট হয়ে তাদের আরও কিছুটা সময় দিয়েছে সর্বোচ্চ আদালত।
বুধবার শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ভারতে মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন নিয়ে মঙ্গলবার ফিফার সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের। বরফ গলানোর চেষ্টা চলছে। এর পরই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি ২২ অগাস্ট পর্যন্ত স্থগিত করে দেয়। পাশাপাশি, ভারতে অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার ফিফার নির্বাসন তোলার জন্য যাতে সদর্থক ভূমিকা নেয়, সেদিকেও নজর দিতে বলে সর্বোচ্চ আদালত (AIFF- Supreme Court)।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল সংগ্রহশালায় মুগ্ধ মুখ্যমন্ত্রী
শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হল এআইএফএফ-এর উপর থেকে কীভাবে নির্বাসন উঠবে সেটা দেখা। কারণ, ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের পিটিশন ছাড়াও রাজ্য সংস্থাগুলিও নতুন নির্বাচনবিধিতে আপত্তি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। তারও এদিন শুনানি ছিল। কিন্তু তার আগেই ফিফা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের (সিওএ-র ভূমিকা খারিজ) কারণে নির্বাসিত করে ফেডারেশনকে। নির্বাচিত নতুন কার্যকরী কমিটি ফুটবল ফেডারেশনের দায়িত্ব না নেওয়া পর্যন্ত নির্বাসন বহাল থাকবে।