সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: আবাস যোজনা, গ্রামীণ সড়ক নির্মাণের কাজ দেখতে সরেজমিনে গিয়েও কোনও বেনিয়ম দেখতে পেল না কেন্দ্রীয় দল। প্রকাশ্যে অবশ্য দলের সদস্যরা কোনও মন্তব্য করেননি। তবে যেখানে যে কাজ দেখতে চেয়েছেন, সেখানেই তাঁরা দেখেছেন কাজে কোনও খামতি নেই। বৃহস্পতিবার দিনভর বলরামপুরের গ্রামে গ্রামে ঘুরে একশো দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার কাজ দেখেন তাঁরা।
আরও পড়ুন-ভারী বৃষ্টি, সঙ্গী ষাঁড়াষাঁড়ি বান, প্রশাসন তৎপর মোকাবিলায়
এদিন সকালেই কেন্দ্রীয় দলটি পৌঁছে যায় বলরামপুর ব্লকে। দলে ছিলেন চারজন সদস্য। তাঁরা কোথায় কোথায় যাবেন, তার তালিকা নিয়ে এসেছিলেন। সেইমতো প্রথমে তাঁরা যান তেঁতলো গ্রামে। সেখানে তাঁরা দেখেন আবাস যোজনার কাজ। কথা বলেন উপভোক্তাদের সঙ্গে। এরপর বাঘাডি ও মালতী গ্রামে সড়ক যোজনার কাজ দেখে দলটি। একাধিক গ্রামে ছোট পুকুর দেখেন তাঁরা। পুকুরগুলি একশো দিনের কাজের প্রকল্পে তৈরি করা। দৃশ্যতই বোঝা যাচ্ছিল কাজ দেখে খুশি তারা।
আরও পড়ুন-রেশন ডিলারদের উৎসাহ ভাতা বাড়ল
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য অবশ্য করেননি দলের সদস্যরা। এমনকি নিজেদের পরিচয় দেননি। বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল জানান, ওঁরা নিজেরাই তালিকা নিয়ে এসেছিলেন। নিজেদের মতো ঘুরেছেন। আমাদের কোনও কাজে বেনিয়ম বা দুর্নীতি নেই। যেখানে খুশি যাক। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বিজেপি দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করছে। আমরা কেন্দ্রীয় দলকে কোথাও বাধা দিচ্ছি না। ওরাই বলবে কী দেখে গেলেন।