চালচুলোহীন অক্ষয়ের চিকিৎসায় মানবিক সুপার

যন্ত্রণায় কুঁকড়ে থাকা অক্ষয়কে উদ্ধারের পর শুশ্রূষা করে, স্নান করিয়ে, নতুন পোশাক পরিয়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়া হয়।

Must read

সংবাদদাতা, কাটোয়া : কাটোয়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের গেটের উল্টো দিকে বিশ্রামাগারের খোলা বারান্দায় পচন ধরা বাঁ-পা নিয়ে পড়ে ছিলেন অক্ষয় চক্রবর্তী নামে চালচুলোহীন এক ব্যক্তি। পেট চলত ভিক্ষে করে। যন্ত্রণায় কুঁকড়ে থাকা অক্ষয়কে উদ্ধারের পর শুশ্রূষা করে, স্নান করিয়ে, নতুন পোশাক পরিয়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়া হয়।

আরও পড়ুন-বেনিয়ম খুঁজে পেল না কেন্দ্রীয় দল

গ্যাংগ্রিন হওয়ার আশঙ্কায় কাটোয়া পুলিশের সাহায্যে সরকারি অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করেন হাসপাতাল সুপার সৌভিক আলম। তিনি জানান, ‘উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন উনি।’ লকডাউনের সময় কাজের খোঁজে আত্মীয়ের সঙ্গে দিল্লি গিয়ে দুর্ঘটনায় বাঁ-পায়ের গোড়ালি ভাঙে অক্ষয়ের। চিকিৎসকরা পায়ে রড ঢুকিয়ে ট্রাকশন দেন। কিছুদিন বাদে ট্রাকশন-সহ ভাঙা পা নিয়ে দিল্লি থেকে ট্রেনে কাটোয়া ফেরেন অক্ষয়। পচনের দুর্গন্ধে কেউ আশপাশে থাকতে পারত না। পুরো সুস্থ হওয়ার আশ্বাস দিলেন মানবিক স্বাস্থ্য ও পুলিশকর্মীরা।

Latest article