রেশন ডিলারদের উৎসাহ ভাতা বাড়ল

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের বৈঠক শেষে জানান, ২১ হাজার রেশন ডিলারের সহযোগিতায় বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছে।

Must read

প্রতিবেদন : দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার ফলে উপকৃত হয়েছেন রাজ্যের মানুষ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে কিছু আপত্তি ছিল রাজ্যের রেশন ডিলারদের। এবার তাঁদের সেই ক্ষোভ দূর করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারের পাশে দাঁড়িয়ে দুয়ারে রেশন প্রকল্প সুচারুভাবে রূপায়ণে সহায়তা করার জন্য এবার থেকে তাদের প্রতি মাসে সুনির্দিষ্ট উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন-প্রিয়জনদের মধ্যে থেকেও একাকিত্বে ভুগেছি : বিরাট

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের বৈঠক শেষে জানান, ২১ হাজার রেশন ডিলারের সহযোগিতায় বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছে। ৯.২৫ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতে পারছি আমরা। এখানে এই কাজটা সম্ভব হয়েছে রেশন ডিলারদের সহযোগিতায়। দুয়ারে রেশনের মাধ্যমে যে ইমপ্লিমেন্ট হয়েছে তার জন্য ৭৫ টাকা করে প্রতি কুইন্টাল কমিশন দেওয়া হত। তাদের কাজের স্বীকৃতি স্বরূপ ফিক্সড কমিশন থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হ্যান্ডলিং কস্টও দেওয়া হবে রেশন ডিলারদের।

আরও পড়ুন-হাওড়া-কলকাতা মেট্রো এ-বছর নয়

তবে এই সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নন সমস্ত রেশন ডিলাররা। জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু, পাঁচ হাজার টাকার বদলে মাসে ১০ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়ার দাবি জানান। হ্যান্ডলিং প্রাইস হিসেবে যে টাকা দেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয় বলে তাঁর অভিযোগ।

Latest article