প্রতিবেদন: বিদ্যুৎ উৎপাদনে সর্বকালীন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্যদ। ২০২১-২২ আর্থিক বছরে তারা মোট ৩০,১০৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে এই নজির গড়েছে। গত বছর তারা মোট ২৩,৮৭৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছিল। সেই রেকর্ড ভেঙে এ বছর প্রায় ২৬.১০ শতাংশ উৎপাদন বাড়িয়ে নয়া নজির গড়ল পর্ষদ। বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা ১৫টি কেন্দ্রের মধ্যে এ রাজ্যের তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন-চালচুলোহীন অক্ষয়ের চিকিৎসায় মানবিক সুপার
এই তিনটি কেন্দ্রই সর্বশেষ আর্থিক বছরে বিদ্যুৎ উৎপাদনে সর্বকালীন রেকর্ড গড়েছে। এ রাজ্যের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে চমক দিয়েছে। বক্রেশ্বর ছাড়াও এ রাজ্যের সাঁওতালডিহি ৫ নম্বরে এবং সাগরদিঘি ১১ নম্বরে জায়গা করে নিয়েছে। সবমিলিয়ে ২০২১-২২ আর্থিক বছরে রাজ্য বিদ্যুৎ পর্যদ মোট ৫০৩ কোটি টাকা লাভ করেছে। পিএলএফ বা পাওয়ার লোড ফ্যাকটর-এর উন্নতি ঘটিয়ে এই সাফল্য অর্জন করেছে পর্ষদ। তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হল কয়লা। কয়লা উৎপাদনে জোর দেওয়াতে এই সাফল্য এসেছে বলেই জানিয়েছেন পর্ষদ কর্তারা। গত বছরের তুলনায় সর্বশেষ আর্থিক বছরে কয়লা উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে মোট ১১.৬ মিলিয়ন মেট্রিক টন কয়লা উৎপাদন হয়েছে। গত বছর যা ছিল মাত্র ৬.২৫ মিলিয়ন মেট্রিক টন।