বীরভূমে বিজেপির কোন্দল প্রকাশ্যেই

সেই কৃশানু এবার টেট কেলেঙ্কারিতে সুমিতকে হাইকোর্টের তলবের পরই কৃশানু সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হন।

Must read

সংবাদদাতা, বীরভূম : বিজেপি দলীয় কোন্দল থামার কোনও লক্ষণ নেই। দলের বিরুদ্ধে মুখ খুলে আগেই শাস্তির মুখে পড়েছেন বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ কৃশানু সিংহ। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই কৃশানু এবার টেট কেলেঙ্কারিতে সুমিতকে হাইকোর্টের তলবের পরই কৃশানু সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হন।

আরও পড়ুন-রাজ্য বিদ্যুৎ উৎপাদনে গড়ল রেকর্ড

যদিও কলকাতা হাইকোর্ট পরে মামলাকারী ফিরদৌস শামিমের করা সাপ্লিমেন্টারি হলফনামার প্রেক্ষিতে বৃহস্পতিবার আদেশ প্রত্যাহার করে নেয়, কিন্তু যে ছজনকে হাজিরা দিতে বলা হয়েছিল, তার মধ্যে ছিল সুমিতের নাম। বিজেপি নেতা রাহুল সিনহা সুমিতকে বিজেপির কেউ নয়, বলে ঝেড়ে ফেলতে চেয়েছেন। কৃশানুর অভিযোগ, তাঁর আপত্তি সত্ত্বেও, তৃণমূল জেলা সভাপতির ঘর ভেঙে তাঁর ভাইকে বিজেপিতে আনতে পেরেছে জেলা নেতৃত্ব, এমনটাই অমিত শাহদের দেখাতে চেয়েছিল জেলা বিজেপি। যদিও সেই সময় সুমিতকে তুতোভাই বলে স্বীকার করেননি অনুব্রত। কৃশানু তাঁর পোস্টে বলেন, কোনও সাংগঠনিক দক্ষতা ছাড়াই যোগদানের ছ-সাত মাসের মাথায় সুমিত জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক হন। রাহুলরা এই তথ্য লুকোতে চাইছেন।

Latest article