শ্রীলঙ্কার নির্বাচনে লড়ার জন্য মার্কিন নাগরিকত্ব ছেড়েছিলেন পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। ফের তিনি মার্কিন গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। ওই আবেদন মঞ্জুর হলেই স্ত্রী ও পুত্রকে নিয়ে আমেরিকায় থিতু হবেন গোতাবায়া (Gotabaya Rajapaksa)। গোতাবায়ার স্ত্রী লোমা রাজাপক্ষে মার্কিন নাগরিক। স্ত্রীর পরিচয়কে সামনে রেখেই গ্রিন কার্ডের জন্য আবেদন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট। ইতিমধ্যেই প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীরা এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। অন্যদিকে দেশত্যাগী গোতাবায়া আগামী সপ্তাহেই দেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন রাশিয়ায় শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রদূত উদয়ঙ্গা ভিরাতুঙ্গা। বুধবার ভিরাতুঙ্গা জানান, গোতাবায়ার সঙ্গে তাঁর কথা হয়েছে। ২৪ বা ২৫ অগাস্ট দেশে ফিরতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট। সূত্রের খবর, থাইল্যান্ডে স্বাধীনভাবে চলাফেরা না করতে পারার জন্যই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গোতাবায়া। মার্কিন গ্রিন কার্ড না পাওয়া পর্যন্ত দেশেই থাকবেন।
আরও পড়ুন: অবাক হাদি