বিশ্বকাপের আগে টেনশনে ঋষভ

Must read

নয়াদিল্লি, ১৮ অগাস্ট : চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার আগে অবশ্য এশিয়া কাপ ছাড়াও দেশের মাটিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগেই বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কোনও রাখঢাক না করেই তিনি জানাচ্ছেন, বিশ্বকাপ নিয়ে কিছুটা হলেও টেনশনে রয়েছেন।

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু তারপর থেকে এই টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয়দের। রেকর্ড বই বলছে, ২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেই খরা কাটানোর সুযোগ রোহিত শর্মারা পাচ্ছেন অস্ট্রেলিয়ার মাঠে। পন্থ (Rishabh Pant) বলছেন, ‘‘সামনেই বিশ্বকাপ আসছে। তাই গোটা দল কিছুটা হলেও নার্ভাস। তবে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। আমরা প্রত্যেকেই নিজেদের একশো শতাংশ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। বিশ্বের সব দলই কোনও বড় টুর্নামেন্টের আগে টেনশনে থাকে।’’

আরও পড়ুন: ইডেনে বাংলার বুট ক্যাম্প ট্রেনিং

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ঋষভদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম্যাচটা হবে মেলবোর্নে। এই প্রসঙ্গে ঋষভের বক্তব্য, ‘‘মেলবোর্নে খেলতে সব সময় পছন্দ করি। অস্ট্রেলিয়াতে অনেক ভারতীয় রয়েছে। তাই প্রচুর সমর্থন পাব বলেই আশা করছি। কারণ ওঁদের সমর্থন আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবে।’’

Latest article