প্রতিবেদন : ত্রিধারা আজীবন সাহিত্য-স্বীকৃতি পেলেন বিশিষ্ট সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। জন্মাষ্টমীর দিন দক্ষিণ কলকাতার সুবেশ ভবনে মঞ্চ জুড়ে থাকা তারকা সমাবেশে তাঁর হাতে এই সম্মান তুলে দেন কলকাতার খ্যাতনামা বারোয়ারি দুর্গাপুজো সংগঠনের সাধারণ সম্পাদক, কলকাতা পুরসভার মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার-সহ অন্য অতিথিরা।
আরও পড়ুন-গ্রামে ঘুরলেন, পাশে দাঁড়ালেন বিধায়ক প্রবল বর্ষণে বিপন্ন বড়জোড়া
তুলে দেওয়া হয় মানপত্র, স্মারক, ধুতি-পাঞ্জাবি, মিষ্টি ও ফলের হাঁড়ি। এই সম্মান পেয়ে ‘আপ্লুত’ রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লেখাই আমার কাজ। রোজই সেটা করি। কিন্তু লিখে নিন্দিত হয়েছি বেশি, নন্দিত কম। ৮০ বছর বয়সে এসে সাহিত্যকর্মের জন্য এই সম্মানপ্রাপ্তি আমাকে আরও লিখতে উৎসাহ জোগাবে। ত্রিধারার কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ এদিন ত্রিধারা শারদ সঙ্কলন ১৪২৯-এর আনুষ্ঠানিক প্রকাশ করেন শিল্পী যোগেন চৌধুরি।