সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: ফি বছর এমন দৃশ্য এলাকার মানুষ প্রত্যক্ষ করে অভ্যস্ত। ফলে নতুন করে তাঁরা এতটুকুও অবাক হননি চাষের খেতে এলাকার মন্ত্রীকে ধান রুইতে দেখে। তবে অন্য বছর এই ছবি যে সময় তাঁদের চোখে পড়ে, এবার সেটা চোখে পড়ল একটু দেরিতেই। কারণ এবার জেলায় বর্ষা নামে অনেক পরে। বৃষ্টির অভাবে বহুদিন হাপিত্যেশ করে অপেক্ষার পর শেষ পর্যন্ত বৃষ্টি নেমেছে জেলায়। ফলে মাঠে নেমে পড়েছেন জেলার কৃষকরা। মন্ত্রীও মাঠে নেমে চাষের কাজে হাত দিলেন স্বভাবতই একটু দেরিতেই, বর্ষা নামার পর।
আরও পড়ুন-‘হাতি তার পথে চলতে থাকে, কুকুর ঘেউ ঘেউ করতে থাকে’ অজয় মিশ্রর বক্তব্য ঘিরে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের
রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানি টুডু তাঁর শ্বশুরবাড়ির ৬ বিঘে জমিতে ধান রোয়ার কাজ শুরু করেন। ধান রোয়ার কাজের সময় কিছু শ্রমিক লাগে। তাঁদের ময়দানে নেমে পড়েন মন্ত্রী সন্ধ্যারানি ও তাঁর স্বামী, পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। মাঠে ধান রুইতে নামার সময় তাঁরা প্রোটোকল ছেড়ে পুরোপুরি গাঁয়ের চাষির ভূমিকা পালন করেন। ফলে নিরাপত্তারক্ষীদের সেই সময় সম্পূর্ণ বিশ্রাম। মন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বারবার বলেন, মানুষের সঙ্গে থেকে কাজ করতে। সেটাই আমাদের অনুপ্রেরণা।’’ গুরুপদবাবু বলেন, ‘‘শুধু চাষের কাজ নয়, এই গ্রামের সামাজিক কাজগুলিতেও আমরা গ্রামের মানুষ হিসাবেই যোগ দিই। মানুষের পাশে থাকার চেষ্টা করি।’’