জলমগ্ন বহু এলাকা, তবু বৃষ্টির ঘাটতি মুর্শিদাবাদে

বহরমপুর ও সংলগ্ন এলাকায় দুপুর পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়। ফলে ২৮ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মঙ্গলবার ভোর থেকে মুর্শিদাবাদ জেলায় চলে প্রবল বৃষ্টি। ফলে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। যদিও গোটা বর্ষাকাল জুড়ে জেলায় বৃষ্টির ঘাটতি এতেও পূরণ হবে না বলেই মনে করেন জেলা কৃষি দফতর।

আরও পড়ুন-নিজের হাতে ধান রুইলেন মন্ত্রী

জেলা উপ-কৃষি অধিকর্তা (প্রশাসন) মোহনলাল কুমার বলেন, ‘‘মঙ্গলবারের প্রবল বৃষ্টিপাতে পাট ও ধানচাষিদের কিছু সুবিধা হবে। তবে জেলায় অগাস্ট মাসে ৪৩ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ঘাটতির পরিমাণ প্রায় ৬১ শতাংশ। চাষিরা অনেকে তাই সরষে এবং কলাই চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।’’ আবহাওয়া অফিসের খবর, মঙ্গলবার সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে নিম্নচাপরেখা। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত।

আরও পড়ুন-‘হাতি তার পথে চলতে থাকে, কুকুর ঘেউ ঘেউ করতে থাকে’ অজয় মিশ্রর বক্তব্য ঘিরে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের

বহরমপুর ও সংলগ্ন এলাকায় দুপুর পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়। ফলে ২৮ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। জিয়াগঞ্জ-আজিমগঞ্জে বৃষ্টিপাতের ফলে নিচু এলাকার একাধিক দোকান ও বাড়িঘরে জল ঢুকতে শুরু করে। সবথেকে খারাপ অবস্থা জৈনপট্টি এলাকার। রাস্তা ছাপিয়ে একাধিক দোকানে জল ঢুকে পড়ায় বহু ব্যবসায়ীর জিনিসপত্র জলে নষ্ট হয়। মুর্শিদাবাদের কাঠগোলা বাগান, জঙ্গিপুর পুর এলাকার হাসপাতাল চত্বর, গোয়ালপাড়া ও অন্যত্র জল জমেছে।

Latest article