লাদাখের তিন অনামী শিখর জয় বাঁকুড়ার ৭ অভিযাত্রীর

রাস্তার বিভিন্ন জায়গায় ধস নামে, বোল্ডার ভেঙে পড়ে। পার হতে হয় ৯টি ব্রিজ।’’ তবু ১০ থেকে ১৮ অগাস্ট টানা অভিযান চালিয়ে যান তাঁরা।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : লাদাখ হিমালয়ের তিনটি নামগোত্রহীন শিখরে অভিযান চালিয়ে সাফল্য পেল বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমির সাত সদস্যের দল। এটি ছিল সংস্থার পঞ্চম পর্বতারোহণ অভিযান। সুব্রত দে-র নেতৃত্বে শেখ আলিমুদ্দিন, অরূপ পাত্র কর্মকার, সুপ্রীতি পাল, জয়ন্ত পাল, আয়ুষ বাটলা এবং রঞ্জিতকুমার পাত্রর এই দল বেছে নেয় লাদাখের এমন তিনটি শৃঙ্গ, যেগুলিতে এর আগে কেউ ওঠেনি এবং এদের নামকরণও হয়নি। তাই লক্ষ্য ছিল এই তিনটি নামহীন শৃঙ্গ, যেগুলি সাফল্যের সঙ্গে জয় করে নামকরণ হয় পর্বতারোহী সুদর্শন শিকদার, সুভাষ পাল ও দীপঙ্কর ঘোষের নামে।

আরও পড়ুন-জলমগ্ন বহু এলাকা, তবু বৃষ্টির ঘাটতি মুর্শিদাবাদে

মঙ্গলবার সকালে ট্রেনে অভিযাত্রী দলটি ফেরে দুর্গাপুর, সেখান থেকে আসেন বাঁকুড়া নেচার অ্যাকাডেমি ক্যাম্পাসে। সেখানে দলটিকে সংবর্ধনা জানানো হয়। টিম লিডার সুব্রত দে জানান, ‘‘এই অভিযান খুব কঠিন ছিল। আবহাওয়া খারাপ থাকায় লক্ষ্যে পৌঁছনো খুব চাপের হয়ে যায়। এই পরিস্থিতিতে মালবহনের জন্য কুলি, ঘোড়া বা গাধা মেলেনি। রাস্তার বিভিন্ন জায়গায় ধস নামে, বোল্ডার ভেঙে পড়ে। পার হতে হয় ৯টি ব্রিজ।’’ তবু ১০ থেকে ১৮ অগাস্ট টানা অভিযান চালিয়ে যান তাঁরা।

Latest article