এন্টারটেনমেন্ট চেয়েছিলেন বিজেপির একাংশ

প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়, প্রশিক্ষণ শিবিরের নামে আসলে কী চলছে ওখানে? দলের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেওয়ার পক্ষে এই শিবিরই যথেষ্ট

Must read

প্রতিবেদন : বিতর্কটা আজকের নয়। যত দিন যাচ্ছে গেরুয়া শিবিরকে কুরে কুরে খাচ্ছে সেই আদর্শচ্যুতির বিতর্ক। বৈদিক ভিলেজে বিজেপির ২ কোটি টাকার প্রশিক্ষণ শিবির এবারে আরও উস্কে দিল বিজেপির আদর্শচ্যুতির তত্ত্বটাকে। আসলে শিবিরে ‘গুরুগম্ভীর আলোচনা’র সঙ্গেই একটু ‘এন্টারটেনমেন্ট’এর আয়োজন চেয়েছিল বিজেপির একাংশ। সমর্থন ছিল সুকান্ত মজুমদার-অমিত মালব্যদের। কিন্তু বাদ সাধলেন দিলীপ ঘোষ এবং তাঁর অনুগামীরা। তাঁদের প্রশ্ন, বিজেপির প্রশিক্ষণ শিবিরে আবার এন্টারটেনমেন্ট কী? এই কি দলের আদর্শ? এসব চলবে না ওখানে।

আরও পড়ুন-ডেঙ্গু রুখতে গাইডলাইন

দিলীপ শিবিরের তীব্র আপত্তিতে আপাতত থমকে দাঁড়িয়েছে আনন্দানুষ্ঠানের ভাবনা। এমনিতেই গেরুয়া শিবিরের এই ৩ দিনের প্রশিক্ষণ শিবিরকে ঘিরে হাজারো প্রশ্ন, অজস্র বিতর্ক গেরুয়া শিবিরের ঘরে-বাইরে। মানুষের মনে প্রশ্ন জেগেছে, মাসের শেষে টানা ৩ দিন ধরে ২ কোটি টাকার বেশি খরচ করে এমন বিলাসবহুল রিসর্টে প্রশিক্ষণ শিবিরের অর্থটা কী? বিতর্কের ঝোড়ো বাতাস যে দলের অন্দরেও বয়ে চলেছে তা নেতৃত্বের একাংশের কথাতেই স্পষ্ট। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেত্রীর মন্তব্য, এমনিতেই দলের বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু নেই। সংগঠনের হালও শোচনীয়। তার ওপরে বৈদিক ভিলেজের মতো একটি রিসর্টে প্রশিক্ষণ শিবিরের আয়োজন যে মানুষ ভালচোখে দেখবেন না, এ ব্যাপারে কোনও সন্দেহই নেই। আবার এন্টারটেনমেন্টের আবদার? প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়, প্রশিক্ষণ শিবিরের নামে আসলে কী চলছে ওখানে? দলের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেওয়ার পক্ষে এই শিবিরই যথেষ্ট।

Latest article