অনুরাধা রায়: পুজোর অনুদান বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক লাফে ১০ হাজার টাকা। এই ঘোষণায় পরই কুমোরটুলির প্রতিমা, জরি, শোলাশিল্পীদের মুখে হাসি। অগাস্টের শেষেও নতুন করে বায়না আসছে প্রতিমার। কোনও কোনও উদ্যোক্তা আবার বাড়িয়েছেন পুজোর বাজেটও। কারণ এবার সরকারি অনুদান ৫০ থেকে বেড়ে হয়েছে ৬০ হাজার টাকা।
আরও পড়ুন-মহম্মদ আলি পার্কে শর্তসাপেক্ষে অনুমতি
করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্য সরকারের কল্যাণে তাই পটুয়াপাড়ার ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে। মাটি মাখা হাতে স্টুডিও থেকে বেরিয়ে এলেন শিল্পী বিমল পাল। বললেন, দু’বছর করোনার কারণে খুবই খারাপ পরিস্থিতি হয়েছিল। এবার হাল ফিরেছে। তবে অগাস্টের শেষেও বায়না আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর। কেন্দ্রীয় সরকার সব জিনিসের দাম বাড়িয়ে যেখানে আমাদের বিপদে ফেলেছে সেখানে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দেখছি লাভের মুখ। অনুদান বেশি পাওয়ায় অনেক পুজো কমিটি তাদের বাজেট বাড়িয়েছে। যাঁরা ছোট প্রতিমা নিতেন তাঁরাই বলছেন এবার একটু বড় ঠাকুর। আমাদের ভাল লাগছে।
আরও পড়ুন-রেলের উচ্ছেদ রুখল বাসিন্দারা
কুমোরটুলির ফাইবারের প্রতিমা ইতিমধ্যেই পাড়ি দিয়েছে বিদেশে। রাজ্যের বাইরে নাসিক, মহারাষ্ট্র একাধিক জায়গায় ঠাকুর যেতে শুরু করবে বিশ্বকর্মাপুজোর পর থেকেই। মহলয়া থেকেই কলকাতার মণ্ডপ, হাওড়া, হুগলি, বর্ধমানের কিছু জায়গায় পৌঁছে যাবে ঠাকুর। তারই মাঝে আরও ঠাকুরের বরাত পেয়ে রীতিমতো খুশির হাওয়া কুমোরটুলিতে। এরজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন শিল্পীরা।