প্রতিবেদন : হাটে হাঁড়ি ভাঙলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার খোলাখুলিভাবে তিনি বলে দিলেন, কলকাতায় একটা আসনও পাবে না বিজেপি। বুঝিয়ে দিলেন, বাংলায় গেরুয়া শিবিরের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা আসলে শূন্য। সিবিআই নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য মঙ্গলবারই দিলীপ ঘোষকে সতর্ক করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুন-সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট মূল লক্ষ্য, পাড়ায়-পাড়ায় সমাধান, বাংলা জুড়ে জনসংযোগ
দিলীপ জোর গলায় দাবি করেছেন, কলকাতায় একটা আসনও পাবে না বিজেপি। বিরোধীরা যতই অভিযোগ তুলুক, কলকাতা শহরের মানুষ তৃণমূলকেই ভোট দেবেন। বিজেপি কলকাতায় কোনওদিন আসন পায়নি। কলকাতার মানুষের দুর্নীতি নিয়ে কোনও মাথাব্যথা নেই। মানুষ তৃণমূলের পক্ষেই। দিলীপের কথায়, রাজ্যজুড়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছে। কলকাতায় প্রতিবাদ কোথায়?
দিলীপকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দিলীপ ঘোষের কোনও অধিকার নেই কলকাতা কিংবা বাংলার মানুষকে অপমান করার। বাংলার বিভিন্ন প্রান্তে তো বিজেপি হারছে। বিজেপির এখন যিনি সভাপতি, তিনি তাঁর ওয়ার্ডেই জিততে পারেন না। যেখানে বিজেপি হারবে আর তৃণমূল জিতবে, সেখানের মানুষকে অপমান করার কোনও অধিকার তাঁর নেই। দিলীপ দলের মধ্যেই অপমানিত, উপেক্ষিত, লাঞ্ছিত। এগুলো তাঁর হতাশারই বহিঃপ্রকাশ।