প্রতি বছর হবে টেট, মানা হবে ‘জিরো গ্রিভান্স’ নীতি, স্পষ্ট জানালেন গৌতম পাল

শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন রাজ্যজুড়ে আলোচ্য বিষয়। এর মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিয়েছেন গৌতম পাল (Goutam Paul)

Must read

শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন রাজ্যজুড়ে আলোচ্য বিষয়। এর মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিয়েছেন গৌতম পাল (Goutam Paul)। দায়িত্ব নিয়েই সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন তিনি। স্পষ্ট করেই জানালেন, ”এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময়ে হবে টেট। নিয়োগে কোনও অস্বচ্ছতা থাকবে না। আমাদের নীতি হবে ‘জিরো গ্রিভান্স’।”

আরও পড়ুন-কলকাতায় সিট পাবে না বিজেপি, অকপট দিলীপ

এদিন সাংবাদিক বৈঠকে গৌতম বলেন, শিক্ষাক্ষেত্রে কোনও রকম অস্বচ্ছতা রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এগোতে চাইছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি।

আরও পড়ুন-প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. গৌতম পাল

কোনও চাকরিপ্রার্থীর মনে কোনও সংশয় বা প্রশ্ন থাকলে তিনি কথা বলে তা দূর করবেন বলে জানান গৌতম পাল। নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করায় জোর দেন তিনি। তবে নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি। জানান, আদালতের বিচারাধীন কোনও মন্তব্য করবেন না তিনি।

Latest article