রাজ্য সরকারের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীদের সুবিধার জন্য ব্যবস্থাগ্রহণ

রাজ্য সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর কর্মীদের সুবিধার জন্য নিম্নলিখিত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে -

Must read

রাজ্য সরকারি কর্মীদের মতোই এবার থেকে সমস্ত রকম সুবিধা পেতে চলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর কর্মীরা। অতএব জিটিএ কর্মীরা যে এই সিদ্ধান্তে খুশি সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।

রাজ্য সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর কর্মীদের সুবিধার জন্য নিম্নলিখিত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে –
1. GTA-এর সমস্ত কর্মচারীদের, সমস্ত গণ্য কর্মচারী সহ, যারা দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের (DGHC) পূর্ববর্তী কর্মচারী ছিলেন, তাদের সংশোধিত বেতন কাঠামোর অধীনে আনা হবে, যেমন রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য, ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (বেতন ও ভাতা সংশোধন) বিধিমালা, 2019 (ROPA 2019)।

আরও পড়ুন-প্রতি বছর হবে টেট, মানা হবে ‘জিরো গ্রিভান্স’ নীতি, স্পষ্ট জানালেন গৌতম পাল

2. পেনশন স্কিম (দার্জিলিং গোর্খা স্বায়ত্তশাসিত হিল কাউন্সিল এমপ্লয়িজ (ডেথ-কাম-রিটায়ারমেন্ট বেনিফিট) স্কিম, 2000) GTA-এর প্রাক্তন কর্মচারীদের জন্য এবং ২০১১ এ বা তার পরে নিয়োগ করা কর্মচারীদের জন্যও প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন ROPA 2009 এবং ROPA 2019 এর অধীনে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য প্রযোজ্য অনুরূপ কাঠামোতে GTA আইন, 2011।

আরও পড়ুন-কলকাতায় সিট পাবে না বিজেপি, অকপট দিলীপ

প্রসঙ্গত দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ (১৯৮৮-২০১২); এটি অল্প কিছুকাল দার্জিলিং গোর্খা স্বশাসিত পার্বত্য পরিষদ নামে পরিচিত ছিল, সংক্ষেপে ডিজিএইচসি, ছিল ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত একটি আধা-স্বশাসিত সংস্থা। দার্জিলিং জেলার দার্জিলিং সদর, কালিম্পং (অধুনা কালিম্পং জেলার অন্তর্গত) ও কার্শিয়াং মহকুমার অন্তর্গত সমগ্র এলাকা এবং শিলিগুড়ি মহকুমার কয়েকটি অঞ্চল ডিজিএইচসি-র এক্তিয়ারভুক্ত ছিল।

Latest article