সংবাদদাতা, ঝাড়গ্রাম : নয়াগ্রামে সুবর্ণরেখার জলে প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া (Minister Manas Bhunia)। বুধবার মন্ত্রী মানস ভুঁইয়া প্রথমে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিডিও অফিস বালিগেড়িয়ায় যান। সেখানে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক ধরে জরুরি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক সুনীল আগরওয়াল, সদরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যান সরকার, নয়াগ্রামের বিডিও ঋতুপর্ণা চট্টোপাধ্যায়, নয়াগ্রামের আইসি সুদীপ ঘোষাল প্রমুখ। জেলার আধিকারিকদের সাম্প্রতিক প্লাবনে ক্ষয়ক্ষতির হিসাব এবং আগামী দিনে কীভাবে নয়াগ্রামের নদী তীরবর্তী এলাকাকে প্লাবনের হাত থেকে রক্ষা করা যায় তার পরিকল্পনা-সহ একটি রিপোর্ট পাঠানোর নির্দেশ দেন। বৈঠকের পর মন্ত্রী তাঁর দফতরের সচিব ও জেলা আধিকারিকদের সঙ্গে নিয়ে নয়াগ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী ৪ নম্বর মলম গ্রাম পঞ্চায়েত এলাকায় যান। মলম গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। নিম্নচাপের টানা বৃষ্টি ও ঝাড়খন্ডের গালুডি ব্যারেজের ছাড়া জলে প্লাবিত মানুষজনের খোঁজ- খবর নেন। বার্তা দেন সরকার তাঁদের পাশে আছে বলে। সাম্প্রতিক এই প্লাবনে নয়াগ্রামের মলম,বড়খাকড়ি ও নয়াগ্রাম এই তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে প্লাবনের জল ঢোকে। তার মধ্যে এদিন প্লাবিত মলম গ্রামে যান এদিন মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া (Minister Manas Bhunia)। তিনি ওই এলাকার সুবর্ণরেখার পাড় বাঁধানোর যায় কিনা সেই বিষয়টি দেখার কথা বলেন প্রশাসনকে। এজন্য মন্ত্রীর ওই নির্দেশের পর জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলার শিল্পীদের কাজ কাড়ল বিজেপি সরকার