বাগদা সীমান্তে আধা সামরিক বাহিনীর বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

অত্যাচারে প্রাণ সংশয় হয় ওই তরুণীর। হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বিএসএফের দুই জওয়ানকে গ্রেফতার করেছে।

Must read

বৃহস্পতিবার রাতে বাগদায় বাংলাদেশ সীমান্তের জিৎপুরে বর্বরোচিত ঘটনা বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফের। অসহায় মা ও তার শিশুসন্তানকে একা পেয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নারকীয় ঘটনা ঘটায়। শিশুটিকে ছুঁড়ে ফেলে দিয়ে ২৩ বছরের ওই তরুণীকে টানা গণধর্ষণ চালায়। অত্যাচারে প্রাণ সংশয় হয় ওই তরুণীর। হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বিএসএফের দুই জওয়ানকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন-ব্যাক টু ইন্ডিয়া! চার ভারতীয় বংশোদ্ভূতকে নিগ্রহ

তরুণীর স্বামী জিৎপুর থেকে প্রতিদিনই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার রাত হয়ে যাওয়া সত্ত্বেও তিনি না ফেরায় চিন্তা বাড়ে। এরপর ওই তরুণী স্বামীর খোঁজ নিতে সীমান্তে এলে বিএসএফ তাঁকে আটক করে এবং নিজেদের এলাকায় নিয়ে যায়। এরপর কোলের সন্তানকে হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে দেওয়া হয়। এরপর দুই বিএসএফ জওয়ান গণধর্ষণ করে তরুণীকে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল বলে অনুমান করা হচ্ছে। বাগদা থানায় অভিযোগ জমা পড়লে এএসআই এস পি চেরো এবং কনস্টেবল আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়। আজ বনগাঁ আদালতে তোলা হবে। এদের সঙ্গে আরও কেউ ঘটনায় যুক্ত ছিল কি না পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন-দু’বছর পর সপরিবারে বিদেশে উমা

এই মর্মে এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিজেদের টুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছে। লেখা হয়েছে, ‘আমাদের দেশ নারীদের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে, বিজেপির দুঃশাসন!@অমিতশাহ, আপনার নজরে বিএসএফ অফিসার ও জওয়ান এক মহিলাকে ধর্ষণ করেছে; আওয়াজ তুললে তার একইরকম পরিণতি হবে বলে হুমকি দেন। সত্যিই “আত্মনির্ভর ভারত” এর এক উজ্জ্বল দৃষ্টান্ত!’

 

Latest article