ব্যাক টু ইন্ডিয়া! চার ভারতীয় বংশোদ্ভূতকে নিগ্রহ

আমেরিকায় আজও বর্ণ ও জাতিবিদ্বেষের অভিযোগ নিয়মিত ঘটনা। এবার টেক্সাসের পার্কিং লটে আক্রান্ত হলেন চার ভারতীয় বংশোদ্ভূত মহিলা।

Must read

প্রতিবেদন : আমেরিকায় আজও বর্ণ ও জাতিবিদ্বেষের অভিযোগ নিয়মিত ঘটনা। এবার টেক্সাসের পার্কিং লটে আক্রান্ত হলেন চার ভারতীয় বংশোদ্ভূত মহিলা। তাঁদের বিরুদ্ধে চড়াও হলেন অপর এক মহিলা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওই মহিলা গো ব্যাক টু ইন্ডিয়া বলে চিৎকার করছেন। তাঁদের উদ্দেশে অকথ্য গালিগালাজও করছেন। এমনকী, ব্যাগ খুলে বন্দুকও বের করার চেষ্টা করেন ওই মহিলা। ওই ঘটনার ভিডিও সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম এসমেরালদা আপটন। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতীয়দের মধ্যে উদ্বেগ ছড়ায়।

আরও পড়ুন-দু’বছর পর সপরিবারে বিদেশে উমা

সাড়ে পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা একজনকে মুখে আঘাত করছেন। এমনকী, ঘটনার লাইভ করার চেষ্টা করায় দু’জন মহিলার ফোন কেড়ে নিতে চেষ্টা করেন তিনি। এরপরই গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। ওই মহিলা উত্তেজিত হয়ে বলেন, সর্বত্রই ভারতীয়দের দেখতে পাওয়া যায়। ভারত যদি এতই মহান, তোমরা এখানে কী করছ? ঘটনার ভিডিও তুলতে চাওয়া এক মহিলাকে তিনি হুমকি দেন, তোমার ফোনটা অফ করো, না হলে আমি গুলি চালাব।

আরও পড়ুন-মশাবাহিত রোগ প্রতিরোধে পদক্ষেপ, ডেঙ্গু রুখতে অভিযান শুরু হাওড়ায়, না মানলে জরিমানা

ভিডিওতে নিজেকে মেক্সিকান-আমেরিকান বলে পরিচয় দিচ্ছিলেন ওই মহিলা। ওই মহিলাকে এক ভারতীয় পাল্টা বলেন, তুমি তো মেক্সিকান, তাহলে কেন মেক্সিকোতে ফিরে যাচ্ছ না? পুলিশ জানিয়েছে, আপটনকে গ্রেফতার করা হয়েছে। ঘৃণাজনিত অপরাধের পাশাপাশি অন্যান্য ধারাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Latest article