দু’বছর পর সপরিবারে বিদেশে উমা

ডাকের সাজে সেজে কুমোরটুলি, উলুবেড়িয়ার দুর্গারা সপরিবার পাড়ি দিয়েছে অ্যাটলান্টিক আর আরব সাগরে। কিছু প্রতিমা বন্দরে জাহাজ নোঙরের অপেক্ষায়।

Must read

প্রতিবেদন : ডাকের সাজে সেজে কুমোরটুলি, উলুবেড়িয়ার দুর্গারা সপরিবার পাড়ি দিয়েছে অ্যাটলান্টিক আর আরব সাগরে। কিছু প্রতিমা বন্দরে জাহাজ নোঙরের অপেক্ষায়। কারও গন্তব্য ইউরোপ, কারও মধ্যপ্রাচ্য, কারও আমেরিকা। করোনার প্রকোপ কমতে দু’বছর বাদে ফের বিদেশে যাচ্ছে কুমোরটুলি, ময়রাপড়ার প্রতিমা। গত বছরও কিছু প্রতিমা গিয়েছিল বিদেশে। তবে এবারে তোড়জোড় আরও বেশি। ইউনেস্কোর তালিকায় সম্প্রতি আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গোৎসব।

আরও পড়ুন-মশাবাহিত রোগ প্রতিরোধে পদক্ষেপ, ডেঙ্গু রুখতে অভিযান শুরু হাওড়ায়, না মানলে জরিমানা

এ দিকে, করোনায় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি দু’বছর তেমন ঘটা করে পুজো করতে পারেননি। কিন্তু এ বার সকলেই তাকিয়ে উৎসবের চারটে দিনের দিকে। আর তাতে হাসি ফুটেছে কুমোরটুলির শিল্পীদের মুখেও। কোন শিল্পীর কটা ঠাকুর এবার বিদেশে গেল তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে কুমোরটুলির অলিতে গলিতে। শিল্পী কৌশিক ঘোষের ৩৫টি প্রতিমা ইতিমধ্যেই চলে গিয়েছে বিদেশে।

Latest article