আজ ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। চব্বিশে এখন তাদের লক্ষ্য চব্বিশ। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের আগে এমনই স্লোগান দিয়েছে শাসক শিবির। তৃণমূল ছাত্র পরিষদ এ বছর ২৪ বছরে পা দিল।
রবিবার বলে এবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশের সমাবেশ হতে চলেছে সোমবার ২৯ অগস্ট। সেই সমাবেশ থেকেই ২০২৪-এর লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপানোর বার্তা দেবে দলের শীর্ষ নেতৃত্ব। সোমবারের জন্য শনিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রস্তুতি সভা করে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এই সভা হয়। উপস্থিত ছিলেন তাপস রায় ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। কোথায় কীভাবে সমাবেশের জন্য কী ব্যবস্থা থাকবে, বড় জমায়েত কোন কোন জায়গায় হতে পারে এই সমস্ত নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
শনিবার রাত থেকেই ছাত্র সমাবেশের জন্য জেলার লোকজন আসতে শুরু করেছে। রবিবার উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাত্র পরিষদের সদস্যরা এসে কলকাতায় পৌঁছবে। ক্ষুদিরাম অনুশীলনেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন-হকির অ্যাস্ট্রোটার্ফ থেকে স্পোর্টস ভিলেজ, স্বপ্নপূরণের পথে মুখ্যমন্ত্রী
আজকের এই বিশেষ দিন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং পরবর্তী পরিকল্পনার জন্য বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এর গুরুত্বপূর্ণ দিন উপলক্ষ্যে আমি আমাদের ছাত্র পরিষদের সকল সদস্যকে আমার শুভেচ্ছা জানাই। গণতন্ত্রের প্রকৃত চেতনাকে সমুন্নত রাখার জন্য আপনাদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদা প্রশংসিত হবে। ভবিষ্যত আপনাদের – উজ্জ্বল থাকুন, সমৃদ্ধ থাকুন!’
I extend my best wishes to all the members of our Chhatra Parishad on the momentous occasion of #TMCPFoundationDay.
Your long and arduous battle for upholding the true spirit of Democracy will always be appreciated.
The future is yours – keep shining, keep thriving!
— Abhishek Banerjee (@abhishekaitc) August 28, 2022
এদিন নিজের ফেসবুকেও তিনি ছাত্র পরিষদের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।