প্রতিবেদন : ফের বন্দুকবাজের হামলা আমেরিকায় (US Mass Shootings)। রবিবার সে দেশের ডেট্রয়েট (Detroit) ও হিউস্টন (Houston) শহরে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে ৭ জন প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন বেশ কয়েকজন। হিউস্টোনের পুলিশ প্রধান ট্রয় ফিনার বলেছেন, রবিবার মাঝরাতে এক হামলাকারী একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের কারণে ওই সব বাড়ি থেকে লোকজন বেরিয়ে এলে সঙ্গে সঙ্গেই সে তাদের ওপর গুলি চালায়। হামলাকারীর গুলিতে মৃত্যু হয় চারজনের। জখম হয়েছেন তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে।
অন্যদিকে ডেট্রয়েট শহরের পুলিশ প্রধান জেমস হোয়াইট বলেছেন, রবিবার এক বন্দুকবাজের (US Mass Shootings) এলোপাথাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মৃতদের একজন পুরুষ ও দু’জন মহিলা। মৃতদের মধ্যে একজন ছিলেন বাসের মধ্যে। অপরজন কুকুর সঙ্গে নিয়ে হাঁটছিলেন। তৃতীয়জন ছিলেন পথচারী। অন্যদিকে আহত ব্যক্তি গাড়ি থেকে হামলাকারীকে থামানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হন। ওয়াশিংটনেও এক ফুটবল খেলোয়াড় গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: যোগীরাজ্যে মিলল না শববাহী গাড়ি, মৃত ভাইয়ের দেহ নিয়ে বাড়ির পথে দাদা