আবারও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষার রিপোর্টে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের নাম থাকলো কলকাতার (Nation’s Safest City Kolkata)। এই নিয়ে দ্বিতীয়বার কলকাতাই ভারতের সবচেয়ে নিরাপদ শহর। শুধুমাত্র নিরাপদ শহরই নয়, NCRB-র সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, ২০২১ সালে কলকাতায় অপরাধের গড় পরিমাণও একেবারে অনেকটাই কমে গিয়েছে। ১০৯.৯ থেকে আইপিসি ধারায় রুজু মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯২.৬। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার এই সাফল্য তুলে ধরে জানানো হয়েছে, “একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর অনেক কিছু শেখার আছে!”
আরও পড়ুন: শুভেন্দু-সুকান্তদের প্রকাশ্য চ্যালেঞ্জ, কুলাঙ্গার অমিত শাহর ছেলে জয় শাহ
টুইট করে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে,”NCRB সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, কলকাতা হল দেশের সবচেয়ে নিরাপদ শহর, এই নিয়ে টানা দ্বিতীয়বার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর মনিটরিং এবং পুলিশ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে এটি সম্ভব হয়েছে। একমাত্র নারী মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর শেখার আছে অনেক কিছু!”
NCRB data shows that Kolkata is the nation's SAFEST CITY, second year in a row.
This was only possible owing to @MamataOfficial's strict monitoring and the tireless efforts of our police personnel.
The PM has LOTS TO LEARN from the only sitting woman CM!https://t.co/bOROAvGdqa
— All India Trinamool Congress (@AITCofficial) August 30, 2022
২০১৯ ছাড়া ২০১৮, ২০২০ এবং ২০২১, এই তিন বছরই দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা (Nation’s Safest City Kolkata)। শুধুমাত্র ২০১৯ সালের কোনও অপরাধের তথ্য জমা পড়েনি বলে জানিয়েছিল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। প্রতি ১ লাখ জনসংখ্যায় তিলোত্তমা কলকাতায় অপরাধ হয়েছে ১০৩.৪টি। গতবছর সংখ্যা ছিল ১২৯.৫টি। দ্বিতীয় স্থানে রয়েছে পুনে। ওই শহরে প্রতি ১ লাখ জনসংখ্যায় অপরাধ ঘটেছে ২৫৬.৮টি। তৃতীয়তে রয়েছে হায়দরাবাদ। সেখানে অপরাধ হয়েছে ২৫৯.৯টি। চতুর্থ স্থানে কানপুরে অপরাধের সংখ্যা প্রতি ১ লাখে ৩৩৬.৫টি। পঞ্চম স্থানে বেঙ্গালুরুতে প্রতি ১ লাখে অপরাধের সংখ্যা ৪২৭.২টি। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। এই শহরে প্রতি ১ লাখে অপরাধ হয়েছে ৪২৮.৪টি।