প্রতিবেদন : ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচের মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। চুক্তি নবীকরণ করে ক্রোয়েশিয়ান স্টিমাচকে রেখে দেওয়া হবে, নাকি আগামী বছর এএফসি এশিয়ান কাপের আগে নতুন কাউকে আনা হবে সুনীল ছেত্রীদের কোচ হিসেবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৯ সেপ্টেম্বর। সেদিনই কলকাতায় অনুষ্ঠিত হবে নবনির্বাচিত সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রথম কার্যকরী কমিটির বৈঠক। এই বৈঠকেই ফেডারেশনের নতুন সভাপতির কাছে জমা পড়বে প্রাক্তন ভারত অধিনায়ক আইএম বিজয়নের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটির রিপোর্ট।
আরও পড়ুন-নতুন ফ্লাডলাইট জ্বলে উঠল ইডেনে
স্টিমাচের পারফরম্যান্স নিয়ে বিজয়নের কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কার্যকরী কমিটি। তবে বিজয়নরা সম্ভবত আস্থা রাখছেন স্টিমাচের উপরই। ক্রোয়েশিয়ানের কোচিংয়ে সুনীলরা এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তার আগে সাফ কাপও জেতে ভারত। বিজয়নের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে টেকনিক্যাল কমিটিতে থাকা এক ফুটবলার জানালেন, স্টিমাচের সাম্প্রতিক পারফরম্যান্সে তাঁরা সন্তুষ্ট। তবে সিদ্ধান্ত সম্মিলিতভাবেই নেওয়া হবে।
স্টিমাচের চুক্তি বাড়ানো হলে সরাসরি তিনি ভিয়েতনাম উড়ে যাবেন। কারণ, সেখানে ২৪ এবং ২৭ সেপ্টেম্বর দু’টি ফিফা ফ্রেন্ডলি খেলবে ভারতীয় দল। প্রথমটি সিঙ্গাপুর এবং দ্বিতীয় ম্যাচটি সুনীল-গুরপ্রীতরা খেলবেন আয়োজক ভিয়েতনামের বিরুদ্ধে।