কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার দাবিতে পথে নামল তৃণমূল

Must read

সংবাদদাতা, মালদহ : কেন্দ্রীয় এজেন্সির (Central Agencies) নিরপেক্ষতার দাবিতে রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। নিজেদের অনুন্নয়ন থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতে কেন্দ্রীয় তদন্তকারী (Central Agencies) সংস্থাগুলিকে ব্যবহার করছে বিজেপি সরকার। এর ফলে কেন্দ্রীয় তদন্ত সংস্থার নিরপেক্ষতা নিয়েও উঠেছে হাজারো প্রশ্ন। এবার সিবিআই ও ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ মিছিল করল মালদহ জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার চাঁচল মহকুমা এলাকায় এই প্রতিবাদ মিছিল হয়। তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে এই প্রতিবাদ মিছিলে শামিল হন অগণিত সাধারণ মানুষ। প্রতিবাদ মিছিল চাঁচল কলেজ থেকে শুরু হয়। তরলতলা, বারোগাছিয়া, রাজীব মোড়, দুর্গাবাড়ি মোড় পরিক্রমা করে কলমবাগানে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি, রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক সমর মুখার্জি, নীহাররঞ্জন ঘোষ, চন্দনা সরকার, সভাধিপতি এটিএম রফিকুল হোসেন প্রমুখ। মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি নিয়েও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। সাধারণ মানুষের গলায় ধরা পড়ে ক্ষোভ।

আরও পড়ুন: ‘পাপ্পু’ পোস্টার-মিছিল, গঙ্গাজল দিয়ে পথের শুদ্ধীকরণ

Latest article