সংবাদদাতা, কোচবিহার : বিজেপির বঙ্গ বিভাজনের চক্রান্তের প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারের রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায় জনসভা করার পর বিশাল প্রতিবাদ মিছিল হল তৃণমূল কংগ্রেসের পক্ষে। মিছিলে তুলে ধরা হয় জেলার নানা শিল্পসংস্কৃতি। বিভিন্ন প্রান্তের লক্ষাধিক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ মিছিলে পা মেলান।
আরও পড়ুন-সীমান্তে ধৃত পাখি পাচার চক্রের পাণ্ডা
রাসমেলা ময়দান সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে হাসপাতাল চৌপথি, পাওয়ার হাউস মোড়, মীনাকুমারী চৌপথি, হরিশ পাল মোড়, কাছারি মোড় হয়ে শহরের রাজপথ পরিক্রমা করে মিছিল শেষ হয় রাসমেলা ময়দানে। ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাধিপতি উমাকান্ত বর্মন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, পরেশ অধিকারী, হিতেন বর্মন, বিনয়কৃষ্ণ বর্মন, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা-সহ নেতৃত্ব। অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে বঙ্গ বিভাজন রুখব। বাংলা থেকে এই জেলার বিভাজন মানুষ চান না। তাই বিভাজনের প্রতিবাদে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে পড়েন। রাজবংশী, অরাজবংশী, হিন্দু, মুসলিম, রিফিউজি, ভাটিয়া, নমশূদ্র সম্প্রদায়ের সবাই মিছিলে শামিল হন।’