প্যারা ব্যাডমিন্টনে রাজ্যে সেরা পার্থ

এবার রাজ্য প্রতিযোগিতায় সফল হয়ে জেদ বেড়ে গেছে তাঁর। আরও বেশি করে অনুশীলনে মন দিয়ে জাতীয় স্তরেও সফল হতে চান পার্থ।

Must read

সংবাদদাতা, বনগাঁ : রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিশেষ বিভাগে প্রথম স্থান অধিকার করে বাগদা হেলেঞ্চার পার্থ কীর্তনিয়া প্রমাণ করলেন শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনও বাধা নয়। লটারির টিকিট বিক্রি করে কোনওক্রমে সংসার চলে তাঁর। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের উপর আগ্রহ।

আরও পড়ুন-বিজেপির বাংলা ভাগের চক্রান্ত রুখতে ঢল তৃণমূলের মিছিলে

দিন আনা দিন খাওয়া সংসারে ব্যাডমিন্টনের মতো খেলার খরচ জোগাড় ছিল কষ্টকর। কিন্তু পার্থর প্রতিভা এবং প্রতিবন্ধকতার কথা জেনে এগিয়ে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ‌ইন্দ্রজিৎ মণ্ডল। তাঁর সহযোগিতায় অনুশীলন চালিয়ে যান পার্থ। রাজ্য প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ থেকে ৪ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এস এল ৩ বিভাগে সেরা হয়ে চমকে দেন তিনি। আগে জাতীয় প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে শেষ পর্যন্ত ছিটকে যান। এবার রাজ্য প্রতিযোগিতায় সফল হয়ে জেদ বেড়ে গেছে তাঁর। আরও বেশি করে অনুশীলনে মন দিয়ে জাতীয় স্তরেও সফল হতে চান পার্থ।

Latest article