প্রতিবেদন : আবারও মাঝ আকাশে বিমান বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার দিল্লি থেকে ওড়ার কিছুপরেই মাঝপথ থেকে দিল্লি বিমানবন্দরে ফিরে আসে মুম্বইগামী ভিস্তারা এয়ারলাইন্সের বোয়িং বি৭৩৭-৮০০ বিমান। হঠাৎই বিমানের ককপিটে বাঁশির মতো শব্দ শুরু হয়। কী কারণে শব্দ হচ্ছিল পাইলট ও সহকারী পাইলট বুঝতে পারেননি। সেকারণেই তাঁরা দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি দ্রুত দিল্লিতে ফিরিয়ে আনেন।
আরও পড়ুন-কিশোর স্কুলপড়ুয়াদের সমস্যা সমাধানে ‘বন্ধুমহল’
এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। তারা জানিয়েছে, দিল্লি থেকে মুম্বইগামী ভিস্তারা বি৭৩৭-৮০০ বিমানটির ককপিটে বাঁশির মতো শব্দ শুরু হওয়ায় কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানটি দিল্লিতে ফিরিয়ে আনা হয়। ভিস্তারার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বিমানটিতে কোনও প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েনি।
আরও পড়ুন-মহার্ঘভাতা বকেয়া নেই
বিমানটি নিরাপদেই বিমানবন্দরে অবতরণ করেছে।সতর্কতামূলক পদক্ষেপের অঙ্গ হিসেবে ককপিটে আওয়াজ শোনা মাত্র বিমান চালক মাঝ আকাশ থেকে বিমানটিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাত্রীরা সকলে নিরাপদ ও সুরক্ষিত আছেন। দিল্লি বিমানবন্দের অবতরণের পর ওই বিমানের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সংস্থার তরফে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়।