প্রতিবেদন : দিনেদুপুরে ডাকাতি। তাও আবার জনবহুল রাস্তায়। প্রকাশ্যেই ডাকাত ও পুলিশের গোলাগুলি ছোঁড়ার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়াল। মঙ্গলবার ধানবাদের ব্যাঙ্ক মোড়ের এই ঘটনা প্রায় সিনেমার দৃশ্যের মতোই রোমহর্ষক। সোনা বন্ধক রেখে ঋণ প্রদানকারী এক সংস্থায় ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করেই এই ঘটনা। ডাকাতির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশকে দেখেই গুলি চালাতে শুরু করে ডাকাতরা। পাল্টা গুলি চালায় পুলিশও।
আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে ঐক্যই এখন সবচেয়ে জরুরি, সরব নীতীশ
শেষ পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয় এক ডাকাতের। অপর দুই ডাকাতকে ধরে ফেলে পুলিশ। তবে তারই মধ্যে ডাকাত দলের অন্য দু’জন চম্পট দেয়। তাদের খোঁজা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধানবাদের ব্যাঙ্ক মোড়ে মুথুট ফিনান্স কোম্পানিতে এই ডাকাতির ঘটনা ঘটে। গ্রাহক সেজেই ডাকাতরা ওই সংস্থায় ঢুকেছিল। ধানবাদের পুলিশ সুপার সঞ্জীব কুমারের নেতৃত্বে ডাকাতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পুলিশ ঢুকতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ডাকাতরা। পুলিশ ও ডাকাত দলের গুলির লড়াই শুরু হয়।
আরও পড়ুন-উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
পুলিশের কেউ আহত হননি। তবে প্রকাশ্য দিবালোকে জনবহুল ব্যাঙ্ক মোড়ে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় প্রবল উত্তেজনা ও আতঙ্ক ছড়ায়। ৩ সেপ্টেম্বর ধানবাদেই একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেখানে লক্ষাধিক টাকার সম্পত্তি লুঠ হয়। দুই দোকানদার জখম হয়েছিলেন সেদিন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এই ঘটনা।