প্রতিবেদন : থমকে দাঁড়িয়েছিলেন পথচলতি মানুষ। ধিক্কার মিছিলের অভিনবত্ব দেখে আপ্লুত তাঁরা। এবার উত্তর কলকাতায় ‘ইন্ডিয়া বিগেস্ট পাপ্পু অমিত শাহ’ (India’s Biggest Pappu Amit Shah) পোস্টার নিয়ে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। ধিক্কার মিছিলেই ঘোরানো হল শুভেন্দু অধিকারীর মতো চেহারার একজনকে শুভেন্দু সাজিয়ে। মুখে মুখোশ পরিয়ে, কোমরে দড়ি বেঁধে। বুধবার তৃণমূল যুবনেতা শক্তিপ্রতাপ সিংয়ের নেতৃত্বে মহাজাতি সদন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপি রাজ্য সদর দফতর পর্যন্ত এই মিছিল হয়। যুব তৃণমূল সমর্থকদের গায়ে ‘পাপ্পু’ স্টিকার ও গলায় ‘পাপ্পু’ পোস্টার নিয়ে এই মিছিল হয়। মিছিল শেষে অমিত শাহের কুশপুতুল পোড়ান তৃণমূল সমর্থকরা। তবে এদিনের অভিনব মিছিলের আকর্ষণের কেন্দ্রে ছিলেন প্রতীকী শুভেন্দু অধিকারী। হুবহু শুভেন্দুর মতো শারীরিক গঠনের এক যুবককে মুখোশ পরিয়ে কোমরে দড়ি বেঁধে বুকে ‘চোর’ পোস্টার লাগিয়ে ঘোরানো হয় মিছিলে। যেখানে প্রতীকী শুভেন্দু নিজেই বলছে, ‘‘আমি কোটি কোটি টাকা চুরি করেছি। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করেছি। আমি আমার বস অমিত শাহের কথায় টাকা চুরি করেছি। সেই টাকায় অমিত শাহ (India’s Biggest Pappu Amit Shah), নরেন্দ্র মোদি সরকার ভাঙাগড়ার খেলায় মেতেছে। ঘোড়া কেনাবেচা করছে।” সেদিকেই দৃষ্টি আটকে যায় সাধারণ পথচারীদের। কথাবার্তায় তাঁরা বুঝিয়ে দেন, মিছিলকারীদের প্রতিবাদের ধরনটা বেশ বাস্তবসম্মত। এর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের। মিছিলের ইস্যু নিয়ে যুবনেতা শক্তিপ্রতাপ বলেন, যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-সিবিআই দিয়ে তৃণমূল-সহ বিরোধীদের হেনস্তা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ।
আরও পড়ুন: দিল্লিতে সাততারা পার্টি অফিস বানিয়ে কর দেয়নি বিজেপি