সংবাদদাতা, বনগাঁ : বাগদা সীমান্তে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ধৃত দুই বিএসএফ জওয়ানকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের নিয়ে যাওয়া হয় জিতপুর সীমান্তে। সেখানে পুলিশ আধিকারিকদের সামনে সেদিনের ঘটনার বর্ণনা করে অভিযুক্তরা। উল্লেখ্য, ২৫ অগাস্ট রাতে দালালের হাত ধরে স্বামী ও সন্তানদের নিয়ে জিতপুর সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন বসিরহাটের এক গৃহবধূ।
আরও পড়ুন-মানসিক রোগীকে তেলেঙ্গানার বাড়ি ফিরিয়ে দিল পুলিশ
কিন্তু বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত এএসআই এসপি চেরো এবং কনস্টেবল আলতাফ হোসেনের হাতে ধরা পড়ে যান। এরপর পাশের এক পটলক্ষেতে নিয়ে গিয়ে ৫ বছরের শিশুকন্যার সামনে ওই মহিলাকে গণধর্ষণ করে ওই দুই জওয়ান বলে অভিযোগ জানান নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ২৬ অগাস্ট রাতে দুজনকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ২৭ অগাস্ট ধৃত দুজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন-মুসাম্বি চাষে বাঁকুড়ায় বাড়ছে মুনাফার সম্ভাবনা
৩ সেপ্টেম্বর সেই হেফাজতের মেয়াদ ফুরোলে অভিযুক্ত দুই জওয়ানকে ফের আদালতে তুলে তাদের আরও ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। এর পরই বৃহস্পতিবার দুজনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। সেদিন রাতে ঠিক কী কী ঘটেছিল, এ বিষয়ে ঘটনাস্থলে বসেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কীভাবে ওই ঘটনা ঘটে সে বিষয়েও পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে নেয় পুলিশ।