ভূমিহীনদেরও বাংলা আবাস যোজনার সুযোগ

রাজ্যের কোনও জেলায় প্রায় ৩ হাজার, কোথাও আড়াই হাজার, কোথাও বা ১ হাজার এমন ভূমিহীন উপভোক্তার খোঁজ মিলেছিল।

Must read

প্রতিবেদন : নিজস্ব জমি না থাকায় আবাস যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন রাজ্যের এরকম ১৪ হাজারের বেশি ভূমিহীন নাগরিককে রাজ্য সরকার জমির পাট্টা দিয়েছে। এর ফলে তাঁরাও এবার আবাস যোজনায় বাড়ি নির্মাণের টাকা পাবেন। নিজস্ব জমি না থাকার কারণে আবাস যোজনায় বাড়ি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এমন মানুষের সন্ধানে পঞ্চায়েত দফতর একটি সমীক্ষা করে। সেই সমীক্ষায় ১৬ হাজার নাগরিকের নিজস্ব জমি না থাকার কথা বলা হয়। তাঁদের মধ্যে ১৪ হাজার নাগরিককে জমির মালিকানা দেওয়ার কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন-ধৃত জওয়ানদের নিয়ে পুলিশের পুনর্নির্মাণ বাগদা গণধর্ষণের

বর্তমানে আর ১৫০০ জনকে এই ভূমি প্রদানের প্রক্রিয়া বাকি রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর থেকে বিশেষ উদ্যোগ নিয়ে সিংহভাগ বাসিন্দাকে জমি দেওয়ার ব্যবস্থা হয়। এর ফলে রাজ্যের ১১টি জেলায় বাংলা আবাস যোজনা প্রকল্পের উপযুক্ত কিন্তু ভূমিহীন কেউ রইল না বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে। সব থেকে বড় কথা, কেন্দ্র সরকার যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বাংলার জন্য আটকে দিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার ভূমিহীন মানুষদের হাতে জমি তুলে দিচ্ছে তাঁদের মাথার ওপর পাকা ছাদ গড়ে তোলার জন্য।

আরও পড়ুন-মানসিক রোগীকে তেলেঙ্গানার বাড়ি ফিরিয়ে দিল পুলিশ

রাজ্যের কোনও জেলায় প্রায় ৩ হাজার, কোথাও আড়াই হাজার, কোথাও বা ১ হাজার এমন ভূমিহীন উপভোক্তার খোঁজ মিলেছিল। কিন্তু নিজস্ব জমি না থাকায় বাংলা আবাস বাড়ি নির্মাণের জন্য প্রকল্পের সুযোগ তাঁদের হাতে তুলে দিতে পারছিল না রাজ্য সরকার। এবার সেই সুযোগ মিলছে।

Latest article