কসবা ও বেলুড়ে ডেঙ্গুতে মৃত দুই

প্রতিটি নিকাশি নালা সাফাই করছেন। কোথাও যাতে কোনওভাবেই খোলা জায়গায় জল জমে না থাকে তার জন্য সর্বত্রই পরিদর্শন করছেন পুরকর্মীরা।

Must read

সংবাদদাতা, হাওড়া : ফের ডেঙ্গুতে মৃত্যু। এবার কসবা ও বেলুড়ে। কসবায় মৃত্যু হয়েছে এক মহিলার। বেলুড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। কসবায় মৃত মহিলার ছেলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে। বুধবার গভীর রাতে বেলুড়ের ভোটবাগান এলাকার ৬ মাসের শিশুকন্যা নুর আকসা কলকাতা মেডিক্যাল কলেজে মারা যায়। ক’দিন আগে এই ভোটবাগান এলাকারই এক সিভিল ইঞ্জিনিয়ার ডেঙ্গুতে মারা গিয়েছেন। একই এলাকায় দু’দিনের ব্যবধানে দু’জন ডেঙ্গুতে মারা যাওয়ায় স্বভাবতই উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন-ভূমিহীনদেরও বাংলা আবাস যোজনার সুযোগ

এই ঘটনার পরই কলকাতা ও বেলুড়ে পুরসভার তরফে মশা মারার কাজ শুরু হয়েছে। ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতনতার পাঠ দেওয়া শুরু হয়েছে। সেইসঙ্গে এলাকা সাফাই ও নিকাশি নালা পরিষ্কারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বুধবারই বালিতে ডেঙ্গু প্রতিরোধে কীভাবে কাজ চলছে তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তারপরই বালির সর্বত্র কাজে নেমেছে প্রশাসন। এলাকার প্রাক্তন কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে প্রতিটি এলাকায় সাফাই অভিযান তদারকি করছেন।

আরও পড়ুন-ধৃত জওয়ানদের নিয়ে পুলিশের পুনর্নির্মাণ বাগদা গণধর্ষণের

প্রতিটি নিকাশি নালা সাফাই করছেন। কোথাও যাতে কোনওভাবেই খোলা জায়গায় জল জমে না থাকে তার জন্য সর্বত্রই পরিদর্শন করছেন পুরকর্মীরা। পাশাপাশি ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতনতার পাঠও দেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ রুখতে কী কী কাজ করতে হবে তাও প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কোনও বাড়িতে যেন খোলা জায়গায় জল জমে না থাকে সে ব্যাপারে সচেতন করছেন পুরকর্মীরা।

Latest article