প্রতিবেদন : এইমস নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিআইডি। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই সিলমোহর দিল। এই নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে চেয়ে কয়েকটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার রায় দিতে গিয়ে মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আর্জি খারিজ করে জানিয়ে দেন, রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডির ওপরই আস্থা রাখা হচ্ছে। কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতির তদন্ত করছিল সিআইডি। সেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে।
আরও পড়ুন-ঘরের কাজ সামলে জঙ্গলরক্ষা করছেন গাঁয়ের বধূরা
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিতে কাঠগড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি বণ্টনের অভিযোগ দায়ের হয়। বিজেপি ঘনিষ্ঠদের চাকরি পাইয়ের দেওয়ার অভিযোগও ওঠে। নীলাদ্রি-কন্যা মৈত্রী দানা নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ। ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩০ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছেন মৈত্রী। সেই চাকরি পাইয়ে দিয়েছেন সুভাষ সরকার, এমন অভিযোগ ওঠেছে। তদন্তে নেমে মৈত্রীকে জেরা করেছেন সিআইডি কর্তারা।