প্রতিবেদন : ডেঙ্গুতে আক্রান্ত হলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyal)। ডেঙ্গু পজিটিভ হওয়ায় তাঁকে (Vineet Goyal) দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এরই মধ্যে ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট ডেঙ্গু-থ্রি পাওয়া গিয়েছে। নাইসেড জানিয়েছে ৫০ জনের রক্তের নমুনার মধ্যে ২০ জনের ডেঙ্গু-থ্রি পাওয়া গিয়েছে। এসবের মধ্যেই উৎসবের দিনগুলিতেও নজরদারি ও মশার লার্ভা মারার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের সময় ডেঙ্গি মোকাবিলায় নজরদারিতে যাতে কোনও খামতি না-থাকে, তা নিশ্চিত করতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর দুর্গাপুজোর সময়ে কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এক নির্দেশিকায় রাজ্য পুর দফতরের প্রধান সচিব খলিল আহমেদ জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব ক’টি পুরসভায় ডেঙ্গু মোকাবিলার কাজে যুক্ত কর্মীদের ছুটি বাতিল হয়েছে।