এবার খড়গপুরে ‘টাটা মেটালিক্স’-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Must read

বৃহস্পতিবার, খড়গপুরে ‘টাটা মেটালিক্স’-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এতে ৬০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করছে টাটা গোষ্ঠী। এদিন কারিগরি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই কারখানায় প্রচুর কর্মসংস্থান হবে।

ন্যানো গাড়ি তৈরির কারখানার জন্য সিঙ্গুরে জমি নিয়েছিল টাটা সংস্থা। তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে কৃষকদের জমি অধিগ্রহণের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি আদায়ে দীর্ঘদিন অনশন করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। শেষ পর্যন্ত কারখানার কাজ মাঝ পথে বন্ধ রেখে ছেড়ে চলে যায় টাটা গোষ্ঠী।

আরও পড়ুন: আক্রমণাত্মক অভিষেক: দেখতে চাই কোর্ট গেরুয়া-গুন্ডামির বিরুদ্ধে কী করছে

এই ঘটনার পরেও অবশ্য রাজ্যে তাদের যে কারখানাগুলি রয়েছে, সেখানে কাজ চালিয়ে গিয়েছে। বিনিয়োগ করেছে বাংলায়। খড়্গপুরে টাটার কারখানা রয়েছে। এবার সেখানেই বড় বিনিয়োগ করল তারা। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, ৬০০ কোটি টাকা বিনিযোগ করছে তারা। সেখানে অনেকের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি, ওই কারখানায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ৫০০ তরুণীকে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। এই বিষয়ে ইচ্ছুকদের জেলা শাসককে ইমেল করার পরামর্শ দেন মমতা।

টাটাদের কোম্পানিতে মহিলাদের কর্ম সংস্থানের হার যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সবসময় মেয়েদের কর্মসংস্থান জোর দেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পোন্নয়নে জোর দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। বিভিন্ন সংস্থা রাজ্যে বিনিয়োগ করছে। এদিনের অনুষ্ঠান থেকেও তিনি বলেন, কৃষিতে একনম্বর বাংলা। এবার শিল্পতেও রাজ্যে সেরা হবে।

Latest article