জাতীয় সঙ্গীত থেকে ‘উৎকল-বঙ্গ’ বাদ প্রসঙ্গে যোগী সরকারকে ভর্ৎসনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

জাতীয় সঙ্গীতে ভুল নজরে আসার পরই ওই বইগুলি বদলে দেওয়া হয়েছে বলে দাবি সরকারের। বিষয়টি নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Must read

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) স্কুলের পাঠ্য বইতে জাতীয় সঙ্গীত (National Anthem) থেকে বাদ হয়ে যায় ‘উৎকল’ (Utkal) এবং ‘বঙ্গ’ (Bengal) দুটি শব্দ। স্বাভাবিকভাবেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার এই ইস্যুতে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন খড়গপুর স্টেডিয়ামে (Kharagpur Stadium) সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,এটা একটা মারাত্মক ভুল। পাশাপাশি এদিন অনুষ্ঠানের একদম শেষে জাতীয় সঙ্গীত গেয়ে সেই ভুল সংশোধনের (Correction) কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-এবার খড়গপুরে ‘টাটা মেটালিক্স’-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশে প্রায় আড়াই থেকে তিন লক্ষ সরকারি স্কুলে বিনামূল্যে দেওয়া পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে ছাপা জাতীয় সঙ্গীত থেকে ‘উৎকল’ এবং ‘বঙ্গ’ দুটি শব্দ বাদ দেওয়া হয়। বইটি উত্তরপ্রদেশের কৌশাম্বির স্কুলে দেওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। তোলপাড় হয় রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। যোগী সরকারের এমন পদক্ষেপকে ‘ইচ্ছাকৃত’ ভুল বলেই কটাক্ষ শুরু করে বিরোধীরা। এদিন সেই প্রসঙ্গ টেনেই মমতা বলেন, জানি না এখন কী পরিস্থিতি। ওঁরা বলছে ভুল হয়েছে। এরপরই মমতা বলেন, যদি ভুলই হয়ে থাকে তবে আগামী দিনে এমন ভুল হওয়া একেবারেই উচিত নয়। এই ভুল মারাত্মক। এমন ভুল কী করে হয়? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ডেঙ্গু-আক্রান্ত নগরপাল

তবে বিষয়টি জানাজানি হতেই আসরে নেমে বিষয়টিতে সরকারের কোনও দোষ নেই বলে সাফ জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যোগী রাজ্যের প্রশাসনের দাবি, সরকার নয় প্রকাশক সংস্থাই এই মারাত্মক ভুল করেছে। জাতীয় সঙ্গীতে ভুল নজরে আসার পরই ওই বইগুলি বদলে দেওয়া হয়েছে বলে দাবি সরকারের। বিষয়টি নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্কুলে বইগুলি দেওয়ার আগে কেন তা পরীক্ষা করে দেখলেন না দায়িত্বে থাকা আধিকারিক? সেই প্রশ্ন কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিতর্কেই সরব মমতা।

Latest article