প্রতিবেদন : ঘরোয়া ক্রিকেটে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রুল আনছে বোর্ড। যা আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে (Syed Mushtaq Ali T20 Trophy) ব্যবহার হবে। ১১ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট (Syed Mushtaq Ali T20 Trophy) শুরু হবে। ‘ইমপ্যাক্ট প্লেয়ার রুল’ ব্যাপারটা এইরকম যে, টসের আগে প্রতিটি দলে চারজন করে পরিবর্ত প্লেয়ারের নাম রাখতে হবে। এদের মধ্যে থেকে একজনকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে ম্যাচে ব্যাবহার করা যাবে। তবে এটা বাধ্যতামূলক নয়। কোনও দল না চাইলে এর ব্যবহার নাও করতে পারে। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ প্রথম একাদশের যে কাউকে সরিয়ে মাঠে নামতে পারে। তবে সেটা ১৪তম ওভারের আগে হতে হবে। আর সেটা দলের অধিনায়ক, কোচ বা ম্যানেজারকে মাঠের আম্পায়ার বা ফোর্থ আম্পায়ারের গোচরে আনতে হবে। ব্যাটিং সাইড এই রুলের প্রয়োগ করতে পারে কোনও উইকেটের পতন হলে বা ইনিংস ব্রেকে। একবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ দলে এলে সে ব্যাট করতে পারবে। কোটার চার ওভার বলও করতে পারবে। কেউ রিটায়ার্ড হার্ট হলে ইনিংসের শেষে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’কে দলে অন্তর্ভুক্ত করা হবে। তখন পরিস্থিতি তেমন হলে সে ব্যাট করতে পারবে। তবে কখনও ১১ জনের বেশি ব্যাট করা যাবে না। যাকে সরিয়ে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ মাঠে নামবে, সে আর ম্যাচে অংশ নিতে পারবে না। তবে দলের কেউ ফিল্ডিং করতে নেমে চোট পেলে পরিবর্ত প্লেয়ার মাঠে নামতে পারবে। তবে সেটা আম্পায়ারের অনুমোদন সাপেক্ষে। কিন্তু পরিবর্ত প্লেয়ার বল করতে পারবে না। নেতৃত্ব দিতেও পারবে না। কোনও কারণে, হয়তো বৃষ্টিতে ম্যাচ ছোট হয়ে দশ ওভারের কম হলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নেওয়া যাবে না।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রুল চালু হলেও আইপিএলে এর ব্যবহার হবে কি না এখনও ঠিক করেনি বোর্ড।
শুরু সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট
‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রুল আনছে বোর্ড