বাগুইআটি খুনে দিল্লি থেকে ধৃত সুপারি কিলার

Must read

প্রতিবেদন: বাগুইআটির জোড়া খুন কাণ্ডের (Baguiati Murder Case) তদন্তে তৎপর পুলিশ। পুলিশি তৎপরতায় এবার ধরা পড়ল সুপারি কিলার কানাইয়া কুমার। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দিল্লি থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। শনিবারই তাকে দিল্লির আদালতে তোলা হবে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় আনা হবে বলেই জানিয়েছে সিআইডি। বাগুইআটির দুই কিশোরের জোড়া খুনের মাস্টার-মাইন্ড সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতারের এক সপ্তাহের মধ্যে হত্যাকারী কানাইয়া কুমারকে গ্রেফতার করল সিআইডি। কানাইয়ার গ্রেফতারি এই মামলায় বড় সাফল্য বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃত এই কানাইয়া কুমারই বাসন্তী হাইওয়েতে গাড়ির মধ্যে বাগুইআটির (Baguiati Murder Case) দশম শ্রেণির দুই ছাত্রকে খুন করেছিল বলেই দাবি তদন্তকারীদের। খুনের মূলপাণ্ডা সতেন্দ্রকে জেরা করেই কানাইয়ার খোঁজ পান গোয়েন্দারা। গত ২২ অগাস্ট তুতোভাই অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে অতনু দে সত্যেন্দ্রর সঙ্গে বেরিয়েছিল। এরপর থেকে দুই কিশোরের আর খোঁজ মেলেনি। তাদের অপহরণ করা হয়েছে, এই দাবি করে দুই কিশোরের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোনও করে অভিযুক্তরা। অপহৃত দুই কিশোরের পরিবারের তরফে গত ২৪ অগাস্ট বাগুইআটি থানায় অভিযোগ জানানো হয়। তার দু-সপ্তাহ পর বসিরহাট মর্গে দুই ২ কিশোরের দেহ মেলে। এই ঘটনায় গত ৯ সেপ্টেম্বর হাওড়া স্টেশন চত্বর থেকে জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতার করে পুলিশ। এবার তাকে জেরা করে অভিযুক্ত সুপারি কিলারকেও গ্রেফতার করল সিআইডি।

আরও পড়ুন-বিজেপির পর্যবেক্ষক দল আসলে রাজনৈতিক পর্যটক, বলল তৃণমূল

Latest article