টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, বন্ধ টয় ট্রেন

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : একটানা বৃষ্টির জেরে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত টয় ট্রেনের (Landslide- Toy Train) লাইন। ৫৫ নম্বর জাতীয় সড়কের পাশে তিনধারিয়া ও রংটং স্টেশনের মাঝে টয়ট্রেনের লাইনের ওপরে ধস নেমে ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের লাইন। এই কারণে ফের বন্ধ হয়ে গেল শিলিগুড়ি দার্জিলিং ও দার্জিলিং শিলিগুড়ি টয় ট্রেন চলাচল। খারাপ আবহাওয়ার কারণে কিছুদিন আগে একইভাবে টয় ট্রেনের লাইনের ওপর ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় লাইন। এই কারণ ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত শিলিগুড়ি দার্জিলিং ও দার্জিলিং শিলিগুড়ি টয় ট্রেন (Landslide- Toy Train) চলাচল বন্ধ ছিল। মেরামতি হওয়ার পর ১৩ সেপ্টেম্বর থেকে চালু হয় টয়ট্রেন চলাচল। কয়েকদিন ট্রেন চলার পর ফের ধস। শনিবার থেকে আবার বন্ধ হয়ে গেল টয়ট্রেন চলাচল। পঞ্চান্ন নম্বর জাতীয় সড়কে ধস নামে। ধসের কারণে টয় ট্রেনের লাইনের ব্যাপকভাবে ক্ষতি হয়। ইতিমধ্যে ডি এইচ আর এর পক্ষ থেকে ধস সরিয়ে লাইন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তবে ডি এইচ আর সূত্রে জানা গেছে লাইনের উপরে ধস নেওয়ার কারণে লাইনের অনেকটা অংশ ক্ষতি হয়েছে। মেরামত করতে বেশ কিছুদিন সময় লাগবে। যতদিন লাইন মেরামতি না হচ্ছে ততদিন শিলিগুড়ি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রয় ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন-বাগুইআটি খুনে দিল্লি থেকে ধৃত সুপারি কিলার

Latest article