সংবাদদাতা, আলিপুরদুয়ার : দীর্ঘদিন কোভিডের কারণে বন্ধ ছিল ড্রাগনের দেশ ভুটানের দরজা। স্থানীয় বিজেপি সাংসদকে বারবার বলেও যে কাজ হয়নি, অবশেষে তা করে দেখাল জেলার তৃণমূল নেতৃত্ব। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে ভুটান জানিয়ে দিয়েছে যে ভারতীয় পর্যটকদের কোনও বাড়তি টাকা গুনতে হবে না। এন্ট্রি পাসের জন্যেও লাগবে না কোনও টাকা। ভুটানের ভারতীয় অভিবাসন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে মত বদলের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন-প্রস্তুতি সুনীলদের, সফরে খুশি বাইচুং
জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি ও জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্তা ও আলিপুরদুয়ার জেলার শীর্ষ স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে ফুন্টসোলিংয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভুটানের আধিকারিকরা। ওই বৈঠকে ছিলেন জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক, তৃণমূল নেতা মৃদুল গোস্বামী ও সৌরভ চক্রবর্তী সহ অনেকেই। গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘‘প্রতিবেশী দেশের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বাকি যেটুকু জটিলতা আছে তা নিয়ে ভুটান প্রশাসন চিন্তাভাবনা করবে বলে মিটিংয়ে কথা দিয়েছেন। এখন অপেক্ষা আগের সুদিন ফেরার।”
আরও পড়ুন-ঝুলনের জন্য লর্ডসে জিততে চাই : হরমন
উল্লেখ্য, আগে ভুটানের বিদেশ ও অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছিল ভারতীয়দের ভুটানে যেতে হলে প্রতিরাতের জন্য মাথাপিছু ১২০০ টাকা করে ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট’ ফি দিতে হবে। জেলার তৃণমূল নেতারাও এই বিষয়ে ভুটানের সঙ্গে কথা বলেন। তাঁদের আবেদনে সাড়া দিয়েই বন্ধু রাষ্ট্রটি শেষ পর্যন্ত মত বদল করে।