ঝুলনের জন্য লর্ডসে জিততে চাই : হরমন

১৯৯৯ সালে মিতালি রাজের নেতৃত্বে ইংল্যান্ডের মাঠে প্রথমবার একদিনের সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Must read

ক্যান্টারবেরি, ২২ সেপ্টেম্বর : ২৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ জয়। তাও আবার এক ম্যাচ হাতে রেখে। তবুও তৃপ্ত নন হরমনপ্রীত কৌর। বরং তিনি সাফ জানাচ্ছেন, সিরিজের শেষ ম্যাচটাও তাঁরা জিততে চান। সেটাই হবে ঝুলন গোস্বামীকে দলের পক্ষ থেকে আদর্শ বিদায়ী উপহার। ১৯৯৯ সালে মিতালি রাজের নেতৃত্বে ইংল্যান্ডের মাঠে প্রথমবার একদিনের সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

আরও পড়ুন-ঝুলন কিংবদন্তি, অবসরের পর ওকে নিয়ে ভাবনা আছে বোর্ডের: সৌরভ

দীর্ঘ ২৩ বছর পর একই ইতিহাসের পুনরাবৃত্তি হল হরমনপ্রীতের নেতৃত্বে। তাঁর অধিনায়কোচিত সেঞ্চুরির (অপরাজিত ১৪৩) সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান তুলেছিল ভারত। জবাবে ৪৪.২ ওভারে ২৪৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ৮৮ রানে জয় পায় ভারত। শনিবার লর্ডসে সিরিজের শেষ ম্যাচ। সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন। তাই ম্যাচটা নিয়মরক্ষার হলেও হরমনপ্রীত বলছেন, ‘‘লর্ডসের ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত স্পেশ্যাল। এটা ঝুলনের বিদায়ী ম্যাচ। তাই গোটা দলের কাছে এই ম্যাচটা ভীষণ আবেগের। আমরা অবশ্যই ম্যাচটা জিতে ঝুলনকে বিদায়ী উপহার দিতে চাইব।’’ তিনি আরও বলেন, ‘‘মেয়েদের ক্রিকেটে ঝুলনের অবদান বিশাল।’’

Latest article