ঝুলন কিংবদন্তি, অবসরের পর ওকে নিয়ে ভাবনা আছে বোর্ডের: সৌরভ

বাইপাসের ধারের হেটেলে অন্য লুকের সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্লিন শেভন দাদাকে দেখে যারা অভ্যস্ত, তাদের জন্য এটা বেশ ধাক্কা।

Must read

প্রতিবেদন, ২২ সেপ্টেম্বর : আমার মেয়ে সানা ক্রিকেট খেলল না। ছোটবেলায় ওকে কত বলতাম তুই ঝুলনের মতো হ। ও নিজেও খুব ঝুলনের কথা বলত।
ঝুলন লেজেন্ড। অসাধারণ কেরিয়ার। আমাদের বাংলার মেয়ে। চাকদহ থেকে উঠে এসেছে। আমার সঙ্গে খুব ভাল সম্পর্ক। ও কিংবদন্তি। ঝুলন একা কেন, হরমনপ্রীত, স্মৃতি মান্ধানার সঙ্গেও কত কথা হয়েছে।

আরও পড়ুন-‘পুজোর আগে এটা উপহার’ আড়াই বছরের অপেক্ষার পর নবনির্মিত টালা ব্রিজ উদ্বোধন করে বার্তা মুখ্যমন্ত্রীর

বাইপাসের ধারের হেটেলে অন্য লুকের সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্লিন শেভন দাদাকে দেখে যারা অভ্যস্ত, তাদের জন্য এটা বেশ ধাক্কা। ফর্সা মুখে যত্নের ছোঁয়া। দাড়ি রাখছেন সৌরভ। প্রোমোশনাল ইভেন্টে এসে ঝুলনকে প্রশংসায় ভরিয়ে দিয়ে নিজের নিউ লুক নিয়েও অনেক কিছু বলে গেলেন জিওফ বয়কটের প্রিন্স অফ ক্যালকাটা।
কী বললেন তিনি? এটাই যে, কোনওদিন দাড়ি রাখিনি। এই বিজ্ঞাপনে অন্য চেহারায় আসতে চেয়েছিলাম। অনেকে বলছে ভাল লাগছে। কারও নাম করতে চাই না। আমি এটা আপাতত রাখব ঠিক করেছি। দাদাগিরির শুটিংয়ের এক বছর দেরি। একটু আগে ঝুলন নিয়ে সৌরভ আরও বলছিলেন, ভারত ২-০ তে এগিয়ে গেল। ঝুলন একটা মার্ক রেখে গেল। রোল মডেল। অ্যাবসোলিউট চ্যাম্পিয়ন। শেষ ম্যাচ খেলবে লর্ডসে। আমার পছন্দের মাঠ। অবসরের পর ওকে নিয়ে বোর্ডের ভাবনা আছে। সেটা পরে বলব।

আরও পড়ুন-‘রাস্তা বন্ধ হলেই আমায় ফোন করবে’, শ্রীভূমির পুজো উদ্বোধন করে আজ সুজিত বসুকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঝুলন আর নিজের নিউ লুক-পর্ব শেষ করে সৌরভ এবার ঢুকলেন রোহিতদের সংসারে। যারা মোহালিতে হেরে কিঞ্চিৎ বেকায়দায়। তবে বোর্ড সভাপতির কাছে এটা কোনও সমস্যা নয়। বললেন, রোহিতের টি-২০ ক্রিকেটে ৮০ শতাংশ জয় রয়েছে। মানছি ওরা কয়েকটা ম্যাচে হেরেছে। কিন্তু খেলায় হার-জিত থাকবেই। একটা-দুটো হারে কিছু হয় না। বিরাট রানে ফিরেছে। রোহিত-রাহুল-সূর্যকেও রান করতে হবে।
এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে বোর্ডের অন্দরমহলে কথা হয়েছে। বিশ্বকাপে রোহিতরা অনেকটা আগে অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছেন। আর আপনি? আইসিসিতে যাচ্ছেন? এতক্ষণ টি-২০ মেজাজে থাকা দাদা এবার সবুজ উইকেটে লাল বল সামলানোর মেজাজে। বললেন, আইসিসি? এটা আমার হাতে নেই।

Latest article