প্রতিবেদন : ঘরের মেয়ে ঘরে ফিরলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর সোমবার সকালে কলকাতায় পা রাখলেন ঝুলন গোস্বামী। ঝুলনের সঙ্গে এদিনই কলকাতায় পৌঁছেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার দীপ্তি শর্মাও। এদিন বিমানবন্দরে ঝুলনকে অভ্যর্থনা জানাতে প্ল্যাকার্ড হাতে হাজির ছিল একঝাঁক খুদে ক্রিকেটার। ঝুলন বিমানবন্দরের বাইরে পা রাখতেই তাঁকে ফুল ও মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পুষ্পবৃষ্টিতে বরণ করে নেওয়া হয় ঘরের মেয়েকে।
আরও পড়ুন-১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট, ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান
ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও যুগ্মসচিব দেবব্রত দাস-সহ অন্যান্য সদস্যরাও। হাজির ছিল বাংলার বয়সভিত্তিক মহিলা দলের ক্রিকেটাররাও। এমন অভ্যর্থনা পেয়ে আবেগে ভেসে গিয়েছেন ঝুলনও। তাঁর প্রতিক্রিয়া, ‘‘আমি খুব ভাগ্যবান। ক্রিকেটের মক্কা লর্ডসে কেরিয়ার শেষ করতে পেরেছি।’’
আরও পড়ুন-জলের তলা দিয়ে এক সুড়ঙ্গ জুড়বে কলকাতা ও হাওড়া, শুরু হয়ে গেল প্রস্তুতি
তিনি আরও জানিয়েছেন, ২২ গজ থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক পুরোপুরি ছিন্ন হচ্ছে না। ঝুলনের বক্তব্য, ‘‘বাংলার মহিলা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চাই। সিএবি আছে। ওরা নিজের মতো করে চেষ্টা করছে। মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য সিএবি অনেক কিছু করেছে। তবে কিছুটা সময় তো লাগবে। আমি নিজেও তো একদিনে ঝুলন গোস্বামী হইনি। বাংলার গ্রামগঞ্জে প্রচুর মেয়ে এখন ক্রিকেট খেলছে। প্রতিভার কোনও অভাব নেই। এই প্রতিভা তুলে আনার জন্য উপযুক্ত সুবিধে ও পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে আমাদের।’’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আগামী বছরের শুরুতে মহিলা আইপিএল করার তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। ঝুলনকে কি আইপিএলের ২২ গজে দেখা যাবে? ঝুলন বলছেন, ‘‘দেখা যাক। আগে তো সরকারিভাবে মেয়েদের আইপিএলের ঘোষণাটা হোক। তারপর না-হয় সিদ্ধান্ত নেব।’’
আরও পড়ুন-ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হতে চলেছে পরবর্তী TET, জানালেন শিক্ষামন্ত্রী
কুড়ি বছরের ক্রিকেট কেরিয়ারের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন। তবে একটাই অপ্রাপ্তি রয়ে গিয়েছে। সেটা হল বিশ্বকাপ জেতা। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে ঝুলনের আক্ষেপ, ‘‘আমার কোনও আক্ষেপ নেই। আবার আছেও। বিশ্বকাপ ট্রফিটা মুঠোয় নিয়ে যদি কলকাতায় পা রাখতে পারতাম, তাহলে আরও ভাল লাগত।’’