রোহিতরা ঢুকতেই ‘সঞ্জু-সঞ্জু’ আওয়াজ, দলে এলেন শাহবাজ ও শ্রেয়স

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারানোর ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় ক্রিকেটাররা তিরুবনন্তপুরমে পা রেখেছেন।

Must read

তিরুবনন্তপুরম, ২৬ সেপ্টেম্বর : হায়দরাবাদ থেকে তিরুবনন্তপুরমে পৌঁছে গেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টি-২০ ম্যাচ বুধবার। বিশ্বকাপের আগে এটাই শেষ টি-২০ সিরিজ ভারতের। ফলে মোটামুটি বিশ্বকাপ দলকে নিয়েই রোহিতরা কেরলে এসেছেন। শুধু হার্দিক পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বদলে এসেছেন শাহবাজ আহমেদ ও দীপক হুডা।

আরও পড়ুন-উচ্ছ্বাস বিমানবন্দরে, ফুল-মালায় বরণ ঘরের মেয়েকে

হার্দিক এনসিএ-তে গিয়েছেন। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারানোর ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় ক্রিকেটাররা তিরুবনন্তপুরমে পা রেখেছেন। তবে বিমানবন্দর থেকে বেরেনোর সময় রোহিতদের ‘সঞ্জু-সঞ্জু’ আওয়াজ শুনতে হয়েছে। প্রচুর ক্রিকেটপ্রেমী তারকাদের দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। আইপিএলে ভাল করার পরও স্থানীয় হিরো সঞ্জু স্যামসন এই দলে নেই। তাঁকে নেওয়া হয়নি বিশ্বকাপেও। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই আওয়াজে। সোমবার এখানে এলেও ভারতীয় ক্রিকেটাররা মাঠে আসেননি। মঙ্গলবার রোহিতদের প্র্যাকটিসে নামার কথা। অস্ট্রেলিয়া সিরিজের সময় অর্শদীপ সিং এনসিএ-তে ছিলেন। তিনি তিরুবনন্তপুরমে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

Latest article