লেভার কাপেই থাকব: ফেডেরার

ফেডেরার স্পষ্টভাবে জানিয়েছিলেন, পেশাদার সার্কিট থেকে অবসর নেওয়ার পরেও টেনিসের উন্নতি এবং প্রচারের জন্য তিনি কাজ করে যাবেন।

Must read

লন্ডন, ২৬ সেপ্টেম্বর : আগামী বছরেও লেভার কাপে তিনি থাকবেন। তবে ভূমিকাটা বদলে যাবে। টুর্নামেন্ট শেষে বার্তা দিলেন রজার ফেডেরার। টানা চারবারের চ্যাম্পিয়ন টিম ইউরোপকে হারিয়ে এ বছর লেভার কাপ জিতেছে টিম ওয়ার্ল্ড। পিছিয়ে পড়েও শেষ তিনটে ম্যাচ জিতে নাটকীয় প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় টিম ওয়ার্ল্ড।
নিজের বিদায়ী টুর্নামেন্টের শেষে বক্তব্য রাখতে গিয়ে ফেডেরার বলেন, ‘‘টিম ওয়ার্ল্ডকে অভিনন্দন। অসাধারণ একটা কামব্যাকের সাক্ষী রইলাম। বিদায়বেলায় আবেগের শিকার হলেও, আমি টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ, বেশ কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য।’’

আরও পড়ুন-রোহিতরা ঢুকতেই ‘সঞ্জু-সঞ্জু’ আওয়াজ, দলে এলেন শাহবাজ ও শ্রেয়স

এর পরেই সবাইকে চমকে দিয়ে ফেডেরার বলেন, ‘‘আমি পরবর্তী লেভার কাপের অপেক্ষায় রইলাম। কথা দিচ্ছি, আগামী বছরও আমি থাকব। তবে খেলোয়াড় হিসেবে নয়। অন্য ভূমিকায় থেকে দুটো দলের জন্যই গলা ফাটাব।’’ প্রসঙ্গত, ২০২৩ সালের লেভার কাপের আসর বসবে কানাডায়। বিদায়ী ম্যাচে ফেডেরার স্পষ্টভাবে জানিয়েছিলেন, পেশাদার সার্কিট থেকে অবসর নেওয়ার পরেও টেনিসের উন্নতি এবং প্রচারের জন্য তিনি কাজ করে যাবেন। পরের লেভার কাপে হয়তো তেমনই কোনও ভূমিকায় দেখা যাবে ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সুইস মহাতারকাকে।

Latest article