ইউনেস্কো-র ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ-এর সম্মান পেয়েছে বাংলার শারদোৎসব। মহালয়ার পর থেকে শহরের বিভিন্ন প্যান্ডেলে উৎসাহী দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে। পুজোর দিনগুলোয় পথে নেমে সাধারণ দর্শনার্থীদের কোনও অসুবিধে যাতে না হয়, সেই লক্ষ্যে কলকাতা পুলিশ নিয়ে এসেছে ‘উৎসব – কলকাতা পুলিশ’ মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।
আরও পড়ুন-পুজোর আগে ভয়াবহ ভাঙনের কবলে মহেশটোলা, প্রতাপগঞ্জ
এই অ্যাপে থাকছে, কিছু জনপ্রিয় পুজোর খুঁটিনাটি তথ্য, পুজো প্যান্ডেলের ৩৬০-ডিগ্রি দৃষ্টিসীমা, কাছাকাছি জরুরি পরিষেবা যেমন মেট্রো স্টেশন, অন্যান্য রেল স্টেশন, শৌচাগার, হাসপাতাল, ওষুধের দোকান, রেস্তোরাঁ ইত্যাদির তালিকা, এবং শহরের নানা এলাকায় প্যান্ডেল ঘুরে দেখার সম্ভাব্য কিছু রুট। এছাড়াও কোনও দর্শনার্থী পুজো দেখতে বেরিয়ে বিপদে পড়লে তাঁদের জন্য থাকছে স্থানীয় থানা, কন্ট্রোল রুম, ও ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর।