রাস্তার কাজের ভূয়সী প্রশংসা করল এডিবি

দিল্লি থেকে হুগলি জেলায় এডিবি প্রকল্পের বিভিন্ন রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শনে আসেন সাতজনের এক প্রতিনিধি দল।

Must read

সংবাদদাতা, হুগলি : সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণে, গুণগত মান নিয়ে রাজ্য পূর্ত দফতর কোনও আপস করে না। ঢিলেমি ঠেকাতে কঠোর তদারকির পাশাপাশি, প্রয়োজনে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা, এমনকী তাদের নিরাপত্তা জমা কেটে নেওয়ার মতো পদক্ষেপ নিতেও দ্বিধা করে না। রাজ্য সরকারের এই ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কোয়ালিটি মনিটরিং টিম।

আরও পড়ুন-পুলিশের অ্যাপ

দিল্লি থেকে হুগলি জেলায় এডিবি প্রকল্পের বিভিন্ন রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শনে আসেন সাতজনের এক প্রতিনিধি দল। তাঁরা ড্রোন ক্যামেরা ও অত্যাধুনিক ক্যামেরার সাহায্যে রাস্তার ছবি তোলেন। সঙ্গে পথচারী বিভিন্ন শ্রেণির মানুষ, যেমন কৃষক, স্কুলপড়ুয়া, টোটো ও অটোচালক, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলেন। ওঁদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও একদল ইঞ্জিনিয়ার। পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় এবং কৃষি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী এই দলটিকে স্বাগত জানান। সব দেশেশুনে কোয়ালিটি মনিটরিং টিমের অধিকর্তা জানান, এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত।

Latest article